দুই রুমের বাড়ির নকশা নিয়ে কিসু কথা

ছোট ফ্যামিলির জন্য দুই রুমের বাড়ির নকশা করা হয়। যারা আসলে ঘর ভাড়া দিতে চান। তারাই বেশি করে দুই রুমের বাড়ির নকশা। দুই রুমের সাথে দুটো বাথরুম করা যেতে পারে। একটা  বাথরুম একা থাকবে।  অন্য একটা বাথরুম ড্রয়িং রুম স্বাস্থ্য কমান থাকবে।

দুই রুমের বাড়ির নকশা নিয়ে কিসু কথা

ছোট জমিতে ছোট ফ্যামিলির জন্য আসলে দুই রুমের বাড়ির নকশা করা হয়।  সাথে  ড্রয়িং রুম,  ডাইনিং রুম রাখতেই হবে।  তবে যেহেতু রুম সংখ্যা কম এজন্য  ওম এর মাপ গুলো অন্যতম  12 ফিট   বাই 12 ফিট  রাখা যেতে পারে।

জায়গায় একটু বেশি থাকলে তিনটা বারান্দা করা যেতে পারে।  দুই রুমের সাথে দুটো বারান্দা  এটাস্ট।  আর একটা ড্রইং রুমের সাথে রাখা যেতে পারে। ড্রইং রুম টা একটু বড় হলে  ছোট একটা খাট ও  দেওয়া যায়।  সময়ে অসময়ে কোন উত্তর আসলে  যেন থাকার ব্যবস্থা করা  যায়।

পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে, ড্রইংরুমের সাথে রান্নাঘর ও  কমন বাথরুম দিয়ে  আলো বাতাস আসার পথ বন্ধ করে দেওয়া হয়। এই কাজটি করবেন না।  প্রাকৃতিক আলো বাতাস  এক অমূল্য সম্পদ। 

তাই ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখুন।  জমি ছোট হলেও পাশে অন্তত তিন ফুট 4 ইঞ্চি ছেড়ে দিন ছেড়ে দিন।  সামনের দিকে 5 থেকে 6 ফিট ছেড়ে দিন। অনেকে জমি ছাড়তে চায় না।  এরপরে কিন্তু কষ্ট হয়।  ঘরে আলো-বাতাস আসলে আসবাবপত্র পোশাক-আশাক ভালো থাকো

দুই ইউনিট বাড়ির ডিজাইন
দুই ইউনিট বাড়ির ডিজাইন

আমাদের করা রুমের বাড়ির নকশা নিচে দিয়া হলো

অল্প-জায়গায়-বাড়ির-নকশা
অল্প-জায়গায়-বাড়ির-নকশা
দুই রুম দুই ইউনিট
৪৭X৫০ তিন রুমের নকশা
তিন-রুমের-বাড়ির-নকশা-3-units
দুই রুম তিন ইউনিট
দিতিয় তলা ৫৫x৩৭ ফুট দুই রুম দুই ইউনিট
দিতিয় তলা ৫৫x৩৭ ফুট দুই রুম দুই ইউনিট
দুই রুম দুই ইউনিট
4th floor house design
4th floor house design
দুই রুম তিন ইউনিট
দুই রুমের বাড়ির নকশা
দুই রুমের বাড়ির নকশা

ঘর ভাড়া দেওয়ার জন্য

ঘর ভাড়া দিয়ে আইয়ের একটা মাধ্যম করার জন্য দুই রুমের বাড়ি অনেকে পছন্দ করেন।  সাধারণত দুই রুমের ঘর ভাড়া র জন্য ফাঁকা পাওয়া যায় না।  কারণ সব সময় তার একটা চাহিদা থাকে।  ছোট ফ্যামিলি এবং মধ্যম ফ্যামিলি দুই রুমের ফ্ল্যাট খুব বেশি পছন্দ করে। আর সাথে যদি ড্রয়িং-ডাইনিং ঘুমটা একটু বড় হয়।  আর যদি আলো-বাতাসের ভালো ব্যবস্থা হয়। তাহলে তো অনেকের পছন্দের কেন্দ্রবিন্দু থাকে।

বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন।  আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।

চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
জমির হিসাব
জমির হিসাব
বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
3d house design
3d house design
দ্বিতীয় তলা ৩৮ x ৭৮ ফিট  তিন রুমের নকশা
দ্বিতীয় তলা ৩৮ x ৭৮ ফিট  তিন রুমের নকশা
Scroll to Top

বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন

হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না

তাই আমরা অনলাইনে ই কাজ করি। 

আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।