গৃহ / বাড়ি নির্মাণ খরচ কত হতে পারে এই বিষয় বিস্তারিত বাড়ি তৈরির ধাপসমূহ, প্রতি বর্গফুট খরচ, Cost Estimate কত হয় ?
গৃহ / বাড়ি নির্মাণ খরচ, প্রতি বর্গফুট খরচ, Cost Estimate কত হয় ? আমরা এখনে বিস্তারিত আলোচনা করেছি
গৃহ / বাড়ি নির্মাণ খরচ নিয়ে সবাই চিন্তিত থাকে। বাড়ি নির্মাণ খরচ সম্পর্কে সুম্পূর্ণ জেনে বাড়ির কাজে হাত দিলে তাহলে মাঝ পথে নির্মাণ কাজ বন্দ করা লাগে না। বাড়ির কাজে হাত দিয়ার আগে আপনার বাড়ি নির্মাণ খরচ সম্পর্কে সম্পূর্ণ তথ্য ভালো ভাবে জেনে বাড়ির কাজে হাত দিয়া উচিত। আমরা একটা প্রজেক্ট এর খরচ বের বের প্রতি বর্গফুট খরচ বের করবো। আশা করি আপনি উপকৃত হবেন। Cost Estimate নিয়ে আশা করি বেশি চিন্তা করতে হবে না।
সাধারণত ভাল যোগাযোগ ব্যবস্থা থাকলে জুন ২০২৪ আবাসিক ৪ তলা বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ২৩০০ থেকে ২৬০০ টাকা খরচ হয়। বাড়ির ডিজাইন নকশা যদি বেশি সুন্দর হয় তাহলে খরচ বেশি হয়। বাড়ির ফাউন্ডেশন এর ধরণের উপর ভিত্তি করে খরচ কম বেশি হয়। কাজে ধীর হলে মালামালের দাম বাড়ে, বাড়ির খরচ ও বাড়ে।
আবাসিক ৫ তলা থেকে ৬ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ২৫০০ থেকে ২৮০০ টাকা খরচ হয়।
আবাসিক ৭ তলা থেকে ৮ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ২৭০০ থেকে ৩০০০ টাকা খরচ হয়।
আবাসিক ৯ তলা থেকে ১০ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গ ফুট এ সর্বনিম্ন ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ হয়।
বাড়ি নির্মাণ খরচ এ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
আপানার বাড়ির নির্মাণ খরচ কত হবে ? আমরা হিসাব করে দিবো। কত কেজি রড লাগবে ? কত ব্যাগ সিমেন্ট লাগবে? আমরা বের করে দিবো। এখন ই কল করুন
Call: 01711945113
৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ও সম্পূর্ণ খরচ
৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ও সম্পূর্ণ খরচ
বাড়ি তৈরির ধাপসমূহ
বাড়ি তৈরির ধাপসমূহ হচ্ছে , প্রথমে মাটির নিচের কাজ করতে হবে এর মধ্যে যে কাজ গুলা বেশি গভীরে ওই কাজ গুলা করতে হবে। ধীরে ধীরে উপরের কাজ করতে হবে।
পানির ট্যাঁক যদি বেজের নিচেথাকে তাহলে আগে পানির ট্যাঁক এর কাজ করতে হবে।
তবে পানির ট্যাঁক আবার সাপটিকে ট্যাঁক ভবনের বাহিরে করতে হবে
ভবন নির্মাণ খরচ
ভবন নির্মাণ খরচ কে আমরা প্রতিটা আইটেম বিস্তারিত হিসাব করেছি। নিচে স্ট্রাকচার অংশের হিসাব গুলা বিস্তারিত ভাবে বর্ণনা করা হলো।
প্রথমে মাটির নিচের কাজ গুলা করেছি পরে মাটির উপরের কাজ এর খরচের হিসাব করছি।
ফাউন্ডেশন খরচ Foundation Cost,
বাড়ি নির্মাণ খরচ এর মধ্যে ফাউন্ডেশন খরচ Foundation Cost খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মাটি পরীক্ষা করার পরে যদি মাটির লোড নিয়ার ক্ষমতা কম থাকে তাহলে ১ তলা বাড়ি করার জন্য ও পাইল লাগতে পারে। আর পাইল এ তো অনেক খরচ। একটা ৬০ ফিট পাইল ১৮ বেস এর করতে প্রায় ৬৩,৫০০ টাকা লাগে।
একটা ৬ তলা বাড়ির ডিজাইন করেছি ফুটিং দিয়ে। সয়েল টেস্ট অনেক ভালো ছিল।
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ প্রতি বর্গফুট খরচ এ ৫৭৫ টাকা, এখানে মেকাডাম, সিসি , ফুটিং, সেপটিক, ট্যাঁক পানির ট্যাঁক করা হয়েছে। কন্ট্রাক্টর বিল দিয়া হয়েছে।
৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ প্রতি বর্গফুট খরচ এ ১২৪০ টাকা, এখানে পাইল করা হয়েছে। পাইল ক্যাপ এর জন্য খরচ হয়েছে প্রতি বর্গফুট খরচ ৪৫০ টাকা। পাইল ক্যাপ গুলা ৩ পাইল ও ৪ পাইল ছিল।
তাছাড়া ভবনের ধরণের উপর বেজ করে Ground Improvement ও পাইল ও করা লাগতে পারে। যেমন একটা চিকুন লম্বা জমি , যেটা এক পাশে প্রচুর বাতাস বাধে। লোড প্যাপাসিটি আছে তার পরে ও ভবন যেন ঝরে উল্টে পরে না যায় তার জন্য ও পাইল করা লাগতে পারে।
ভবনের নিরাপদ ফাউন্ডেশন এর জন্য কিছু ক্ষত্রে বাড়ি নির্মাণ খরচ বাড়ে।
কল: 01711945113
বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন
আমরা অনলাইনের মাদ্ধমে আপনার বাড়ির প্ল্যান ডিজাইন করে দিবো ইনশাল্লাহ।
যারা আমাদের কাছ থেকে প্ল্যান ডিজাইন নিবে তাদের ই আমরা ভবন নির্মাণ খরচের হিসাব দিবো।
শুধু খরচের হিসাব জানতে দয়াকরে কেউ কল দিবেন না বা ফ্রম ফিলাপ করবেন না।
Per square foot construction cost in bangladesh 2023
for 4 story Building per square foot construction cost in Bangladesh, 2023 is 2300 taka to 2800 taka.
সিসি ঢালাই এর অনুপাত
সিসি ঢালাই এর অনুপাত এ সিমেন্ট কম দিয়ে করা হয়। সাধারণত ১:২:৪ অনুপাতে করার কথা বইতে বলা আছে। বাস্তবে ১:১.৫:৩ অনুপাতে করা হয়। অনুপাতে সিমেন্ট বেশি দিলে কংক্রিট বেশি শক্ত হয়।
বেজ ঢালাই এর হিসাব
বেজ ঢালাই এর হিসাব বের করা সহজ। বেজের দৈর্ঘ্য * প্রস্থ * উচ্চতা = আয়তন।
তাহলে ফুটিং ৩ এর আয়তন = ৭.৫*৭.৫*১ ফুট = ৫৬.২৫ ঘনফিট
সিমেন্ট = ৫৬.২৫*০.২২=১৩ ব্যাগ
বালি = ৫৬.২৫* ০.৪৫= 2৫.৫ ঘনফিট
ইট = ৫৬.২৫ * ৮= ৪৫০ টি
এই ভাবে আপনি আপনার বাড়ি র ফাউন্ডেশন খরচ বের করতে পারবেন।
শর্ট কালাম, গ্রেড বিম খরচ Short Column & Grade Beam Cost
মাটির নিচে যে কলাম থাকে তাকে শট কলাম বলে। সাধারণত মাটির উপরের কলাম থেকে ২ থেকে ৩ ইঞ্চি বাড়তি করে শট কলাম করা হয়।
একটা বিষয় সব সময় মনে রাখবেন রড ছিমেন্ট বালি খোয়া দিয়ে RCC কাজে বাড়ি নির্মাণ খরচ বাড়ে না। এটা একটা ভবনের জন্য নিরাপত্তা। তাই RCC কাজ গুলা ভালো করে করা উচিত।
আসলে কংক্রিট কে দীর্ঘ ইস্থায়ী করা ই একটা সব থেকে বুদ্ধিমানের কাজ।
কংক্রিট যত দিন থাকবে আপনার ভবন তত দিন থাকবে।
শর্ট কালাম, গ্রেড বিম খরচ Short Column & Grade Beam Cost: মেস্তরি সহ প্রতি বর্গফুট খরচ এর জন্য ১৮৫ টাকা খরচ হতে পারে।
আপনি যত বর্গ ফুট ছাদ করতে চান তার সাথে ১৮৫ গুন্ দিলে আপনি খরচ এর মুটামুটি হিসাব পেয়ে যাবেন। তবে এই হিসাব মুটামুটি ছোট প্রজেক্ট এর জন্য বেশি কার্যকর।
নিচ তলার ফ্লোর এর কাজ খরচ । Ground Floor Bottom Slab Cost
নিচ তলার ফ্লোর এর কাজ খরচ । Ground Floor Bottom Slab Cost
ছিমেন্ট ১১০ ব্যাগ
রড ৭২০ কেজি
বালি, খুয়া দিয়ে খরচ হয়েছে ১ লক্ষ্য ৬০ হাজার টাকা
মেস্তরি খরচ বাদে।
মেস্তরি খরচ প্রতি বর্গফুট ৩০ টাকা হিসাবে ৫৩ হাজার টাকা
মোট = ২ লক্ষ্য ১৩ হাজার টাকা।
২ লক্ষ্য ১৩ হাজার টাকা কে ছাদ এর মাপ দিয়ে ভাগ করলে ১২৫ টাকা হয়।
তাহলে ১২৫ টাকা প্রতি বর্গফুট খরচ।
প্রতি বর্গ ফিট ছাদ ঢালাই করতে কত খরচ হবে?
বাড়ি নির্মাণ খরচ এর মদদে ছাদ ঢালাই খুব গুরুত্বপূর্ণ। ছাদ ঢালাই করার জন্য আমরা কালাম সিঁড়ি বিম ছাদ এই সব গুলা আইটেম এর খরচ এক সাথে যোগ করবো। এখানে প্রতিটা আইটেম এর ভিন্ন ভিন্ন এনালাইসিস দিয়া হলো।
এখানে আমি ১৭৬৩ বর্গ ফুট ছোট একটা ছাদ ৫ তলা প্রজেক্ট আমি হিসাব করেছি। মোট খরচ বের করে আমরা ছাদ মাপ দিয়ে প্রতি বর্গ ফুট এ কত খরচ হলো আমরা হিবসা করবো।
কলামের এস্টিমেট
কলামের এস্টিমেট এর বিস্তারিত হিসাব নিচে দিয়া হলো
কলাম ঢালাই এর হিসাব
কলাম ঢালাই এর হিসাব বেশ সহজ, আয়তন =কলাম এর দৈর্ঘ্য * প্রস্থ *উচ্চতা * কতগুলা কলাম এর সাথে ০.২২ দিয়ে গুন্ করলে সিমেন্ট এর ব্যাগ পাওয়া যায়। বালির জন্য = আয়তন *০.৪৫; ইটের জন্য = আয়তন *৮; তাহেল ১৮৩.৭ ঘনফুট আয়তন এর জন্য,
সিমেন্ট = ১৮৩.৭*০.২২=৪০ ব্যাগ,
বালি =১৮৩.৭*.০৪৫ =৮২.৬৭ ঘনফুট
ইট = ১৮৩.৭* ৮= ১৪৬৯ পিস।
এখানে সিলেটি মোটা লাল বালু ৮০% আর সাদা কুষ্টিয়ার বালু ২০% মিশানো ভালো হবে।
আর নির্মাণ কাজে পাথর ব্যবহার করতে হবে।
১৭৬৩ বর্গ ফুট এ ১২ টি কালাম দিয়ে করেছি। আমাদের খরচ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।
কলামের রডের হিসাব
কলামের রডের হিসাব নিচে দিয়া হলো।
কলামের রড এর জন্য ফ্লোর হাইট মানে ফ্লোর তো ফ্লোর উচ্চতা থেকে আরো লেপিং জয়েন্ট এর জন্য আরো ২ থেকে ২.৫ ফিট বাড়তি ধরা হয়।
যদি এক মাপে কোনো কালাম ৫ টি হয়, আর একটি ১০টি রড থাকে আর ফ্লোর থেকে ফ্লোর ১০ ফিট হয় তাহলে ১২.৫ ফিট রড ধরতে হবে।
তাহলে ৫*১০*১২.৫=৬২৫ ফিট রড।
যদি ১৬ মিলি রড হয় তাহলে ওজন ০.৪৮কেজি / ফিট।
ভার্টিকাল / খাড়া রড এর ওজন = ৬২৫*০.৪৮=৩০০ কেজি রড
১৭৬৩ বর্গ ফুট এ ১২ টি কালাম দিয়ে করেছি। আমাদের খরচ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা।
সিঁড়ি করেছি লেগেছে ৪১ হাজার টাকা। সিঁড়ি ৩’৯” প্রস্থের ১০ টা ধাপ ছিল।
ছাদের বিম করেছি, লেগেছে ১ লক্ষ্য ৮৭ হাজার টাকা। এখানে মেস্তরি খরচ বাদে। আমরা পরে মেস্তরি খরচ ধরে নিবো।
ছাদ আমরা ৫ ইঞ্চি করছি। ১৭৬৩ বর্গ ফুট এ আমাদের রড লেগেছে ২৩৪৮ কেজি। যদিও খান রড এর দাম বেশি।
সিমেন্ট লেগেছে ১৭১ ব্যাগ।
মোট মালামাল লেগেছে ৩ লক্ষ্য ৪৪ হাজার টাকা।
তাহলে এক বর্গ ফুট এ ১৯৫ টাকা হিসাবের সুবিধার্থে ২০০ টাকা লাগে সুদু ছাদ এ মালামাল বাবদ। তবে মেস্তরি খরচ যদি ১০০ টাকা হয় তাহলে ৩০০ টাকা প্রতি বর্গফুট খরচ হতে পারে।
বাড়ি নির্মাণ খরচ এর মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এখন কালাম সিঁড়ি বিম ছাদ সব আইটেম যোগ করছি।
আর ইট ভাঙার জন্য ৬৫১৩ টাকা এখানে যুক্ত করেছি।
আনুসাঙ্গিক খরচ হিসাবে ৫০ হাজার টাকা যুক্ত করা হলো।
মেস্তরি খরচ ১২০ টাকা প্রতি বর্গ ফুট হলে ২ লক্ষ্য ১২ হাজরা টাকা আসে।
মোট খরচ হলো ৮ লক্ষ্য ৪০ হাজার টাকা। তাহলে খরচ হলো ৪৭৭ টাকা প্রতি বর্গ ফুট। হিসাবের সুবিধার জন্য ৪৮০ টাকা প্রতি বর্গ ফুট হতে পরে।
এডমিনিক্সের হিসাব বাদ রেখেছি। কংক্রিট মিক্স করার জন্য যেন পানি কম দিয়া করা যায় তাই Super Plastisizer ব্যবহার করলে কংক্রিট বেশি মজবুত হবে। যা আপনার বিল্ডিং এর আয়ু বাড়িয়ে দিবে।
৫" গাথুনিতে ইটের দেয়ালের হিসাব ও গাথুনিতে মসলার হিসাব বের করার নিয়ম
৫” গাথুনিতে ইটের দেয়ালের হিসাব: বাড়ি নির্মাণ খরচ এর মধ্যে ইটের গাঁথুনি খুব গুরুপূর্ণ। ইটের গাঁথুনিতে প্রতি বর্গ ফুট এ ০.০২৫ ব্যাগ সিমেন্ট লাগে।
আমাদের এই প্রজেক্ট এ
সিমেন্ট ৮৫ ব্যাগ লেগেছে।
বালি ৪২৪ ঘন ফুট লেগেছে।
ইট ১৭ হাজার পিচ লেগেছে।
মালামাল লেগেছে ইটের গাঁথুনি তে ২ লক্ষ্য ২৫ হাজার টাকা
মেস্তরি খরচ বাদে
তাহলে ১৩০ টাকা প্রতি বর্গফুট খরচ
৫” গাথুনিতে ইটের হিসাব: প্রতি বর্গ ফুট এ ইট লাগে ৪.৮ টি , যদি ইটের আকার সঠিক হয়।
গাথুনিতে মসলার হিসাব: প্রতি বর্গ ফুট এ ০.০২৫ ব্যাগ লাগে। তার মানে রুম যদি ১০ ফিট লম্বা আর ১০ ফিট উচ্চতা হয় তো ১০০ বর্গ ফুট এ =১০০x ০.০২৫= ২.৫ ব্যাগ সিমেন্ট লাগবে।
এক হাজার ইটে কত বস্তা সিমেন্ট লাগে?
তাহলে ১০০০ ইট/৪.৮= ২০৮.৩৩ বর্গ ফুট। তাহলে সিমেন্ট লাগবে ২০৮.৩৩ x ০.০২৫= ৫.২১ ব্যাগ।
তবে মেস্তরি প্রচুর সিমেন্ট গাঁথুনিতে নষ্ট করে। সে দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।
আপনার ছাদ এর এরিয়া র সাথে ১৩০ টাকা গুন্ দিলে আপনার খরচ এর হিসাব বুজতে পারবেন।
প্লাস্টার এর খরচ এর হিসাব
ভিতরের দেয়ালে ১২ মিলি প্লাস্টার
প্লাস্টার কাজে লেবার প্রচুর সিমেন্ট অপচয় করে। বাড়ির মালিকের লক্ষ্য করা উচিত।
সিমেন্ট ৭৫ ব্যাগ লেগেছে।
বালি ২৯০ ঘন ফুট লেগেছে।
মালামাল লেগেছে ভিতরের দেয়ালে প্লাস্টার কাজে তে ৪৬ হাজার টাকা
মেস্তরি খরচ বাদে
তাহলে ২৬ টাকা প্রতি বর্গফুট খরচ
আপনার ছাদ এর এরিয়া র সাথে ২৬ টাকা গুন্ দিলে আপনার খরচ এর হিসাব বুজতে পারবেন।
বাহিরে দেয়ালে প্লাস্টার
রেশিও ১:৪
সিমেন্ট ১৯ ব্যাগ লেগেছে।
বালি ৭৬ ঘন ফুট লেগেছে।
মালামাল লেগেছে ভিতরের দেয়ালে প্লাস্টার কাজে তে ১৩ হাজার টাকা
মেস্তরি খরচ বাদে
তাহলে ৮ টাকা প্রতি বর্গফুট খরচ
আপনার ছাদ এর এরিয়া র সাথে ৮ টাকা গুন্ দিলে আপনার খরচ এর হিসাব বুজতে পারবেন।
সিলিং প্লাস্টার
সিলিং প্লাস্টার কাজে প্রচুর সিমেন্ট অপচয় হয় ।
রেশিও ১:৪
সিমেন্ট ২৭ ব্যাগ লেগেছে।
বালি ১০৬ ঘন ফুট লেগেছে।
মালামাল লেগেছে ভিতরের দেয়ালে প্লাস্টার কাজে তে ১৮ হাজার টাকা
মেস্তরি খরচ বাদে
তাহলে ১১ টাকা প্রতি বর্গফুট খরচ
আপনার ছাদ এর এরিয়া র সাথে ১১ টাকা গুন্ দিলে আপনার খরচ এর হিসাব বুজতে পারবেন।
দরজা র হিসাব
বাড়ি নির্মাণ খরচ এর মধ্যে দরজার হিসাব গুরুত্বপূর্ণ। কারণ কম তাকে ও দরজা পাওয়া যায়। কেউ যদি কম খরচ করতে চান তাহলে দরজা কম দামে কিনলে ই চলে। তবে প্রধান দরজা ভালো দিলে ই হয়
মেহেগুনি কাঠের দরজা এর ফ্রেম ৩২০০ টাকা
মেহেগুনি কাঠের দরজা এর পাল্লা ৭০০০ টাকা
প্রধান দরজা অনেকে সেগুন কাঠের দিয়ে থাকে, এর পাল্লা ৪০,০০০ টাকা। কারুকাজ সহ।
তাহলে একটা দরোজার খরচ হলো ১০২০০ টাকার। এই রকম দরজা আছে ৯ টি = ৯১৮০০টাকা।
বাথরুমের প্লাস্টিকের দরজা ৩০০০ টাকা হলে X ৩ টি =৯,০০০ টাকা। বারান্দা এর দরজা লোহা কাঠের দিলে ৮,০০০ টাকা X ৩= ২৪,০০০ টাকা।
তাহলে মোট খরচ হবে = ১লক্ষ্য ৩০ হাজার টাকা।
তাহলে ৭০ টাকা প্রতি বর্গফুট খরচ।
বাড়ি নির্মাণ খরচ কমানোর জন্য কম দামের লোকাল দরজা ব্যবহার করা যেতে পারে।
জানালার গ্লাস এর খরচের হিসাব।
রুমের জানালা গুলা আছে ৫ ফিট X ৪.৫ফুট উচ্চতা।
রান্না ঘরের জানালা গুলা আছে ৪ ফিট X ৪ ফুট উচ্চতা।
টয়লেট এর জানালা গুলা আছে ২ ফিট X ২ ফুট উচ্চতা।
২ টা গ্লাসের দরজা সহ এখানে ৩১১ বর্গ ফুট জানালার গ্লাসের কাজ আছে
প্রতি বর্গফুট ৩০০ টাকা হিসাবে ৯৩ হাজার টাকার কাজ আছে।
৯৩ হাজার টাকা কে ছাদ এর মাপ দিয়ে ভাগ করলে ৫৩ টাকা হয়।
তাহলে ৫৩ টাকা প্রতি বর্গফুট খরচ।
বাড়ি নির্মাণ খরচ এর মদ্ধে এই আইটেম এর খরচ অপেক্ষাকৃত বেশি।
জানালার গ্রিলের খরচের হিসাব।
প্রতি কেজি ১৩০ টাকা করে নিবে।
৬০ গ্রেড বার দিয়ার চেষ্টা করবেন।
টাইলস এর খরচের হিসাব
ফ্লোর টাইলস খরচ Floor Homogeneous Tiles
২ লক্ষ্য ৬০ হাজার টাকা কে ছাদ এর মাপ দিয়ে ভাগ করলে ১৪৭ টাকা হয়।
তাহলে ১৫০ টাকা প্রতি বর্গফুট খরচ।
টয়লেট টাইলস হিসাব Toilet Tiles cost
টয়লেট টাইলস এ খরচ হয়েছে ৩৮,৬০০ টাকা
৩৮,৬০০ টাকাকে ছাদ এর মাপ দিয়ে ভাগ করলে ২১.৯ টাকা হয়।
তাহলে ২২ টাকা প্রতি বর্গফুট খরচ।
বাড়ি নির্মাণ খরচ টাইলস খুব গুরুত্বপূর্ণ।
All Material Estimate
আপনার বুঝার সুবিধার্থে একটা প্রজেক্ট এর গুরুত্বপূর্ণ কিছু কাজের হিসাব দিয়া হলো।
বাড়ি নির্মাণ খরচ এর একটা সংক্ষিপ্ত তালিকা দিয়া হলো।
যে কোনো গৃহ নির্মাণ প্রকল্পে শতকরা হিসাব
নির্মাণ | ||
(ক) | নির্মাণ সামগ্রী ব্যায় বাবদ | ৬০% |
(খ) | শ্রমিক মুজুরি বাবদ | ২০% |
(গ) | যন্ত্রপাতি মিক্সির মেশিন বাবদ | ৩% |
(ঘ) | কাজ করার জন্য লোক | ৪.৫% |
(ঘ) | সম্ভাব্য অনির্ধারিত ব্যায় | ২.৫% |
(চ) | ঠিকাদার লাভ | ১০% |
পরামর্শ | ||
(ক) | ইঞ্জিনিয়ার ফী | ৬% |
(খ) | তদারটি | ১% |
সিভিল নির্মাণে খরচ ৭৫% (১৫% ব্যায় ধরা হয় ভিত্তির), সেনিটারি কাজে ১৫%, ইলেকট্রিক কাজে ৯%, গ্যাস লাইন এ ১ %
আমাদের কাছে আপনারা সকল ধরণের সার্ভিস পাবেন। যেহেতু আমাদের টিম অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তাই প্রতিটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এর কাজের অভিজ্ঞতার 10 বছরের বেশি। তাই চোখ বন্ধ করে আমাদের উপরে এ নির্ভর করতে পারেন।
বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন। আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।
মসজিদ এর ডিজাইন দেখুন
বাড়ি নির্মাণ খরচ কম করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন
Table of Contents
২য় তলা গ্রামের বাড়ির ডিজাইন ফাউন্ডেশনর খরচ
তলা গ্রামের বাড়ির ডিজাইন ফাউন্ডেশনর খরচ হিসাব নিম্নে দেওয়া হল।
ছাদের মাপ ১৯০২ বর্গফুট। ২য় তলা গ্রামের বাড়ির ডিজাইন ফাউন্ডেশনর খরচ হয়েছে ১২ লক্ষ্য ৭৭ হাজার টাকা। ১ তলা করতে খরচ হয়েছে ২৮ লক্ষ্য ৩৮ হাজার টাকা। তাহলে ফাউডেশন সহ এক তোলা করতে খরচ হয়েছে ৩৭ লক্ষ্য ১৯ হাজার টাকা ২০২৩ সালের হিসাবে।
এর পরে একটা ছাদ করতে মালামাল লেগেছে ৮ লক্ষ্য ১৫ হাজার টাকা। মেস্তরি কে দিয়ে হয়েছে ১ লক্ষ্য ৯০ হাজার টাকা।