৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ভিডিও সহ

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ,4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ,4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ,4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost

 

  • প্রজেক্ট সেটআপ           ৫০,০০০  টাকা
  • মেক্যাডাম এ খরচ      ২,৪১,০০০  টাকা
  • সিসি কাজ এর খরচ        ৪৮,০০০ টাকা
  • ফুটিং এর খরচ             ৪,০৫,০০০ টাকা
  • শর্ট কলাম                     ১০০,০০০  টাকা
  • গ্রেড বিম                      ৩০২,০০০ টাকা
  • সেপটিক ট্যাঁক             ১,১০,০০০  টাকা
  • পানির ট্যাঁক                  ১,৫০,০০০ টাকা
  • নিচ তলার ফ্লোর           ১,৭৮,০০০ টাকা
  • লেবার খরচ                  ২,২০,৯৩০ টাকা

______________________________________

মোট                                      ২০,৩৫,২০১ টাকা

আমাদের ছাদ মাপ ছিল  ২১৩৭ বর্গ ফুট।

 

 

তাহলে প্রতি বর্গ ফুট এ খরচ হতে পারে = ২০,৩৫,২০১ / ২১৩৭ = ৯৬১ টাকা / প্রতি বর্গ ফুট।

তবে কিছু ক্ষতি হতে পারে কাজ করার সময় তাই ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ১০০০ টাকা / প্রতি বর্গ ফুট।

রেট আপডেট ৩১ মে ২০২৪ 

 

Modern duplex house plans in Bangladesh

 

আমরা এখানে ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর জন্য বেজ থেকে নিচ তলার ফ্লোর পর্যন্ত হিসাব করেছি। মিস্ত্রি খরচ এবং মেটেরিয়াল খরচসহ।

প্রথমে আমরা বেজের নিচে আমরা ম্যাকাডাম করেছি এরপরে আমরা সিসি করেছি এর উপরে আমরা বেজে করেছি বেজের উপরে আমরা শর্ট কলাম করেছি শর্ট কলাম এর সাথে আমরা গ্রেড বিম করেছি। গ্রেড বীমের উপর আমরা বালি ভরাট করেছি তার উপরে আমরা নিচতলার ফ্লোর করেছি।

সেই সাথে আমরা সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক করেছি এবং মিস্ত্রিকে বিল দিয়েছি। আমাদের ছাদ ছিল 2137 স্কয়ার ফিট।

নিচে ম্যাকাডাম করতে আমাদের খরচ হয়েছে 2 লক্ষ 35 হাজার টাকা যা প্রতি স্কয়ার ফিটে 110 টাকা করে পড়েছে।

তার উপরে আমরা সিসি করেছি মোট খরচ হয়েছে 48 হাজার টাকা যা প্রতি স্কয়ার ফিটে 23 টাকা করে পড়েছে।

এর উপরে আমরা ফুটিং বা বেজ করেছি সেখানে মোট খরচ হয়েছে চার লক্ষ টাকা যা আমাদের সাথে প্রতি স্কয়ার ফিটে 189 টাকা করে পড়েছে।

এরপরে আমরা গ্রেড বিম করেছি গ্রেড বিম করতে আমাদের খরচ হয়েছে ৩ লক্ষ টাকা যাতে 142 টাকা করে পড়েছে।এতে আমাদের মোট খরচ হয় 12 লক্ষ 10 হাজার টাকা।

একটা প্রজেক্ট যখন আমরা শুরু করি তখন কিছু কাজ করা প্রয়োজন হয় যেমন কারেন্টের মিটার সহ অন্নান্য, পানির মটর, লাইন ঠিক করা ও মিস্ত্রিদের থাকার জন্য একটা ছোট ঘর তৈরি করা এগুলো করতে প্রায় 50 হাজার টাকার বেশি প্রয়োজন হয়।

ঠিকাদারকে 100 টাকা করে প্রতি স্কয়ার ফিটে যদি তাকে বিল দেওয়া হয় তাহলে তার বিলাসে 2 লক্ষ 14 হাজার টাকা।

সেপটিক ট্যাংক করতে লাগবে 1 লক্ষ 5 হাজার টাকা। পানির ট্যাংক করতে লাগবে 1 লক্ষ 5 হাজার টাকা।

সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক করতে মেস্তরি ছাদ মাপে ২ টা বিল ধরে। যেমন ধরেন 100 (বর্গ ফুট ট্যাংকি) গুন 2 এবং 180 টাকা করে সেই হিসাবে ঠিকাদারের বিল আসবে এক লক্ষ বিশ হাজার টাকা। এই হিসাব জায়গা ভেদে পরিবর্তন হয়।

এইসব কাজগুলো যোগ করলে প্রায় সাড়ে 18 লাখ টাকার মত লাগে। এতে করে প্রতি স্কয়ার ফিটে 860 টাকার মতো খরচ হয়।

নিচতলার করার জন্য প্রথমে আমরা এখানে বালু ভরাট করেছি, 2137 স্কয়ার ফিট পড়তে প্রায় 95 হাজার টাকার মত লাগবে।

নিচতলার ফ্লোর করতে এক লক্ষ আশি হাজার টাকার মত লাগবে যাতে 84 টাকা পার স্কয়ার ফিট খরচ হয় ।

এতকিছু করতে যে আমি দেখেছি যে 990 টাকা পার স্কয়ার ফিটে একটা চার তলা বাড়ির ফাউন্ডেশন খরচ। মাটির নিচ থেকে নিচতলার ফ্লোর পর্যন্ত খরচ হয়। এখানে রাউন্ড ফিগার করার জন্য 1000 টাকা পার স্কয়ার ফিট খরচ হবে।

তাহলে ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ১০০০ টাকা / প্রতি বর্গ ফুট। এই তাকে মাটির নিচের সব কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ।


২১৩৭ বর্গফুট তিন রুম ৪ তলা আকষণীয় বাড়ির ডিজাইন

BASIS AND CONSIDERATION
1 Cement (Bag) 550 bag
2 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 70 cft
3 Sand (F.M 1.2 Min.) (Cft) 40 cft
4 Jhama Brick (Nos) 12.5 pic
5 Stone (Cft) 210 cft
6 Rod 72.5 Grade (Kg) 95 kg.
7 60 grade rod 95 kg.
8 Floor Homogeneous Tiles 150 sft
9 Toilet Foor Tiles 70 sft
10 Toilet Wall Tiles 65 sft

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর মেকাডাম, সিসি, বেজ, কলাম, গ্রেড বিম

 

 

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর মেকাডাম, সিসি, বেজ, কলাম, গ্রেড বিম
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর মেকাডাম, সিসি, বেজ, কলাম, গ্রেড বিম
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর নিচ তলার ফ্লোর খরচ ও প্রতি বর্গ ফুট এ বাড়ির ফাউন্ডেশন খরচ
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর নিচ তলার ফ্লোর খরচ ও প্রতি বর্গ ফুট এ বাড়ির ফাউন্ডেশন খরচ

২১৩৭ বর্গফুট তিন রুমের বাড়ির ডিজাইন

২১৩৭ বর্গফুট তিন রুমের বাড়ির ডিজাইন

 

এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন

বাড়ির ভিডিও দেখুন

Facebook
Twitter
Pinterest
LinkedIn

There are a total of 7 Users online now: 0 Members, 7 Guests and 0 Bots.

Most users ever online were 63, on 15/06/2025 @ 10:36 PM

7 Guests Online Now

#1 – Guest on 17/06/2025 @ 6:18 PM
বাড়ির ডিজাইন ও নকশা » ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ 4 Storie Building Foundation Cost [url] [referral]

#2 – Guest on 17/06/2025 @ 6:17 PM
বাড়ির ডিজাইন ও নকশা » জমির হিসাব জানা খুব দরকার। ১০০% ধারণা নিয়ে এক্সপার্ট হন 2025 [url] [referral]

#3 – Guest on 17/06/2025 @ 6:17 PM
বাড়ির ডিজাইন ও নকশা » Modern Duplex House Plans In Bangladesh – 2025 [url] [referral]

#4 – Guest on 17/06/2025 @ 6:16 PM
বাড়ির ডিজাইন ও নকশাBoundary Wall And Gate Design For Duplex Building Archives – বাড়ির ডিজাইন ও নকশা [url] [referral]

#5 – Guest on 17/06/2025 @ 6:15 PM
বাড়ির ডিজাইন ও নকশা » অল্প জায়গায় বাড়ির নকশা – বাড়ির ডিজাইন ও নকশা [url] [referral]

#6 – Guest on 17/06/2025 @ 6:15 PM
বাড়ির ডিজাইন ও নকশা » জমির হিসাব জানা খুব দরকার। ১০০% ধারণা নিয়ে এক্সপার্ট হন 2025 [url] [referral]

#7 – Guest on 17/06/2025 @ 6:15 PM
বাড়ির ডিজাইন ও নকশা » অল্প জায়গায় বাড়ির নকশা – বাড়ির ডিজাইন ও নকশা [url] [referral]

আমাদের কাজ সম্পৰ্কে কিছু কথা

আমরা বাড়ির ডিজাইন নকশা থেকে শুরু করে সকল কাজ করে থাকি। আমাদের কাজ গুলা দেখেন। আমাদের কোয়ালিটি যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত বাংলাদেশ ব্যাপি কাজ করে থাকি।

Social Media

আমাদের কোনো ভবনের প্ল্যান ডিজাইন যদি পছন্দ হয় খুব কম টাকায় নিতে পারবেন। কল করুন: 01711945113

Most Popular

On Key

Related Posts

চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
জমির হিসাব
জমির হিসাব
বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
3d house design
3d house design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
Scroll to Top

বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন

হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না

তাই আমরা অনলাইনে ই কাজ করি। 

আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।