৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ,4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ,4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost
আমরা এখানে ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর জন্য বেজ থেকে নিচ তলার ফ্লোর পর্যন্ত হিসাব করেছি। মিস্ত্রি খরচ এবং মেটেরিয়াল খরচসহ।
প্রথমে আমরা বেজের নিচে আমরা ম্যাকাডাম করেছি এরপরে আমরা সিসি করেছি এর উপরে আমরা বেজে করেছি বেজের উপরে আমরা শর্ট কলাম করেছি শর্ট কলাম এর সাথে আমরা গ্রেড বিম করেছি। গ্রেড বীমের উপর আমরা বালি ভরাট করেছি তার উপরে আমরা নিচতলার ফ্লোর করেছি।
সেই সাথে আমরা সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক করেছি এবং মিস্ত্রিকে বিল দিয়েছি। আমাদের ছাদ ছিল 2137 স্কয়ার ফিট।
নিচে ম্যাকাডাম করতে আমাদের খরচ হয়েছে 2 লক্ষ 35 হাজার টাকা যা প্রতি স্কয়ার ফিটে 110 টাকা করে পড়েছে।
তার উপরে আমরা সিসি করেছি মোট খরচ হয়েছে 48 হাজার টাকা যা প্রতি স্কয়ার ফিটে 23 টাকা করে পড়েছে।
এর উপরে আমরা ফুটিং বা বেজ করেছি সেখানে মোট খরচ হয়েছে চার লক্ষ টাকা যা আমাদের সাথে প্রতি স্কয়ার ফিটে 189 টাকা করে পড়েছে।
এরপরে আমরা গ্রেড বিম করেছি গ্রেড বিম করতে আমাদের খরচ হয়েছে ৩ লক্ষ টাকা যাতে 142 টাকা করে পড়েছে।এতে আমাদের মোট খরচ হয় 12 লক্ষ 10 হাজার টাকা।
একটা প্রজেক্ট যখন আমরা শুরু করি তখন কিছু কাজ করা প্রয়োজন হয় যেমন কারেন্টের মিটার সহ অন্নান্য, পানির মটর, লাইন ঠিক করা ও মিস্ত্রিদের থাকার জন্য একটা ছোট ঘর তৈরি করা এগুলো করতে প্রায় 50 হাজার টাকার বেশি প্রয়োজন হয়।
ঠিকাদারকে 100 টাকা করে প্রতি স্কয়ার ফিটে যদি তাকে বিল দেওয়া হয় তাহলে তার বিলাসে 2 লক্ষ 14 হাজার টাকা।
সেপটিক ট্যাংক করতে লাগবে 1 লক্ষ 5 হাজার টাকা। পানির ট্যাংক করতে লাগবে 1 লক্ষ 5 হাজার টাকা।
সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক করতে মেস্তরি ছাদ মাপে ২ টা বিল ধরে। যেমন ধরেন 100 (বর্গ ফুট ট্যাংকি) গুন 2 এবং 180 টাকা করে সেই হিসাবে ঠিকাদারের বিল আসবে এক লক্ষ বিশ হাজার টাকা। এই হিসাব জায়গা ভেদে পরিবর্তন হয়।
এইসব কাজগুলো যোগ করলে প্রায় সাড়ে 18 লাখ টাকার মত লাগে। এতে করে প্রতি স্কয়ার ফিটে 860 টাকার মতো খরচ হয়।
নিচতলার করার জন্য প্রথমে আমরা এখানে বালু ভরাট করেছি, 2137 স্কয়ার ফিট পড়তে প্রায় 95 হাজার টাকার মত লাগবে।
নিচতলার ফ্লোর করতে এক লক্ষ আশি হাজার টাকার মত লাগবে যাতে 84 টাকা পার স্কয়ার ফিট খরচ হয় ।
এতকিছু করতে যে আমি দেখেছি যে 990 টাকা পার স্কয়ার ফিটে একটা চার তলা বাড়ির ফাউন্ডেশন খরচ। মাটির নিচ থেকে নিচতলার ফ্লোর পর্যন্ত খরচ হয়। এখানে রাউন্ড ফিগার করার জন্য 1000 টাকা পার স্কয়ার ফিট খরচ হবে।
তাহলে ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ১০০০ টাকা / প্রতি বর্গ ফুট। এই তাকে মাটির নিচের সব কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ।
২১৩৭ বর্গফুট তিন রুম ৪ তলা আকষণীয় বাড়ির ডিজাইন
BASIS AND CONSIDERATION | |||
1 | Cement (Bag) | 550 | bag |
2 | Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) | 65 | cft |
3 | Sand (F.M 1.2 Min.) (Cft) | 35 | cft |
4 | Jhama Brick (Nos) | 12.5 | pic |
5 | Stone (Cft) | 210 | cft |
6 | Rod 72.5 Grade (Kg) | 95 | kg. |
7 | 60 grade rod | 95 | kg. |
8 | Floor Homogeneous Tiles | 130 | sft |
9 | Toilet Foor Tiles | 55 | sft |
10 | Toilet Wall Tiles | 58 | sft |
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর মেকাডাম, সিসি, বেজ, কলাম, গ্রেড বিম
ফাউন্ডেশন থেকে নিচ তলার ফ্লোর পর্যন্ত খরচের হিসাব (৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ) | ||||||
Description | Quantity | Unite | Price | Taka | ||
For Macadam | ||||||
ইট | 12321 | পিছ | 13 | টাকা/পিছ | 154,013 | টাকা |
মোটা বালি | 1,232 | ঘন ফুট | 65 | টাকা/ঘন ফুট | 80,085 | টাকা |
ইট ভাঙ্গা | – | – | 986 | টাকা | ||
CC | – | – | – | |||
সিমেন্ট | 45 | ব্যাগ | 550 | টাকা/ব্যাগ | 24,642 | টাকা |
বালি | 84 | ঘন ফুট | 35 | টাকা/ঘন ফুট | 2,940 | টাকা |
ইট | 1,522 | পিছ | 13 | টাকা/পিছ | 19,027 | টাকা |
ইট ভাঙ্গা | – | – | 1,218 | টাকা | ||
Base custing | – | – | – | |||
সিমেন্ট | 195 | ব্যাগ | 550 | টাকা/ব্যাগ | 107,178 | টাকা |
মোটা বালি | 219 | ঘন ফুট | 65 | টাকা/ঘন ফুট | 14,250 | টাকা |
বালি | 146 | ঘন ফুট | 35 | টাকা/ঘন ফুট | 5,115 | টাকা |
ইট | 6,621 | পিছ | 13 | টাকা/পিছ | 82,758 | টাকা |
ইট ভাঙ্গা | – | – | 5,297 | টাকা | ||
রড | 1,992 | কেজি | 95 | টাকা/কেজি | 189,266 | টাকা |
শর্ট কলাম | ||||||
সিমেন্ট | 69.6 | ব্যাগ | 550.0 | টাকা/ব্যাগ | 38,253.33 | টাকা |
মোটা বালি | 78.2 | ঘন ফুট | 65.0 | টাকা/ঘন ফুট | 5,085.95 | টাকা |
বালি | 52.2 | ঘন ফুট | 35.0 | টাকা/ঘন ফুট | 1,825.73 | টাকা |
ইট | 2363.0 | পিছ | 12.5 | টাকা/পিছ | 29,537.66 | টাকা |
ইট ভাঙ্গা | ১০০০ ইট ভাংতে লাগে ৮০০ টাকা, তাই | 1890.4 | টাকা | |||
রড | 902.0 | কেজি | 95.0 | টাকা/কেজি | 85,690.00 | টাকা |
গ্রেড বিম | ||||||
সিমেন্ট | 67.6 | ব্যাগ | 550.0 | টাকা/ব্যাগ | 37,200.0 | টাকা |
মোটা বালি | 63.4 | ঘন ফুট | 65 | টাকা/ঘন ফুট | 4,121.6 | টাকা |
বালি | 63.4 | ঘন ফুট | 35 | টাকা/ঘন ফুট | 2,219.3 | টাকা |
ইট | 2297.9 | পিছ | 12.5 | টাকা/পিছ | 28,724.3 | টাকা |
ইট ভাঙ্গা | ১০০০ ইট ভাংতে লাগে ৮০০ টাকা, তাই | 1838.4 | টাকা | |||
রড | 2400.0 | কেজি | 95 | টাকা/কেজি | 228,000.0 | টাকা |
1,151,161 | টাকা | |||||
কাজের সময় কিছু নষ্ট হয় ৫% | 1,208,719 | টাকা | ||||
প্রোজেক্ট সুরু করতে | 50,000 | টাকা | ||||
ঠিকাদার | 2,137 | বর্গ ফুট ছাদ | 100 | টাকা / বর্গ ফুট | 213,700 | টাকা |
সেপ্তিক ট্যাঙ্ক | 169 | বর্গ ফুট | – | টাকা / বর্গ ফুট | 103,430 | টাকা |
পানির ট্যাঙ্ক | 160 | বর্গ ফুট | – | টাকা / বর্গ ফুট | 142,594 | টাকা |
ঠিকাদার মুনাফা | 329 | বর্গ ফুট | 360 | টাকা / বর্গ ফুট | 118,320 | টাকা |
1,836,763 | ||||||
ছাদ মাপে খরচ | 2,137 | 859.5 | টাকা / বর্গ ফুট | |||
বালি ভরাট | ||||||
3,740 | ঘন ফুট | 25 | ঘন ফুট | 93,494 | টাকা | |
নিচ তলার ফ্লোর | ||||||
সিমেন্ট | 84.43 | ব্যাগ | 550 | টাকা/ব্যাগ | 46437 | টাকা |
মোটা বালি | 79.15 | ঘন ফুট | 65 | টাকা/ঘন ফুট | 5145 | টাকা |
বালি | 79.15 | ঘন ফুট | 35 | টাকা/ঘন ফুট | 2770 | টাকা |
ইট | 2868.55 | পিছ | 12.5 | টাকা/পিছ | 35857 | টাকা |
ইট ভাঙ্গা | ১০০০ ইট ভাংতে লাগে ৮০০ টাকা, তাই | 1890 | টাকা | |||
রড | 906.62 | কেজি | 95 | টাকা/কেজি | 86128 | টাকা |
178228 | ||||||
– | – | – | – | – | 2,108,485 | টাকা |
ছাদ মাপে খরচ | 2,137 | বর্গ ফুট | – | – | 987 | টাকা / বর্গ ফুট |
1000 | টাকা / বর্গ ফুট |
২১৩৭ বর্গফুট তিন রুমের বাড়ির ডিজাইন
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন