৪ রুমের বাড়ির ডিজাইন ছবি খরচ
৪ রুমের বাড়ির ডিজাইন ছবি
৪ রুমের বাড়ির ডিজাইন বড়ো পরিবারের জন্য। ৪ রুমের বাড়ির ডিজাইন করলে মা বাবা ছেলে মেয়ে নিয়ে ভালো ভাবে ই থাকা যায়। ৪ রুমের জন্য ৩ টা টয়লেট করা যেতে পারে।
আর যদি ৩ টা টয়লেট রুমের সাথে হয় তাহলে একটা টয়লেট কমন রুমের সাথে দিয়া যেতে পারে।
৪ রুমের বাড়ির ডিজাইন ছবি
নিচে ৪ রুমের বাড়ির ডিজাইন ছবি দিয়া হলো। আমাদের সম্প্রতি কিছু কাজের ছবি এখানে আছে। ছবি তে ক্লিক করলে প্রতিটা প্রজেক্ট এর বিস্তারিত দেখতে পারবেন। অনেক গুলা
প্ল্যান এর ভিডিও ও দিয়া আছে।
৪ রুমের বাড়ির খরচ কত হতে পারে?
৪ রুমের বাড়ির খরচ নির্ভর করে আপনি কত তোলা করবেন তার উপর। আপনি যদি শুধু প্লিন্থ থেকে মানে নিচ তোলা র ফ্লোর করা আছে। সেখান থেকে হিসাব করেন তার উপর থেকে ১৮০০ টাকা থেকে ২২০০ টাকা প্রতি বর্গ ফুট এ খরচ হতে পারে।
আর প্লিন্থ পর্যন্ত কত খরচ হবে এটা নির্ভর করে আপনি কত তোলা করবেন তার উপর।
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন বাড়ির ভিডিও দেখুন।