৫ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 5 Storey Building foundation cost, 5 Tola barir foundation cost, ভিডিও সহ
৫ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 5 Storied Building foundation cost, 5 Tola barir foundation cost, ভিডিও সহ
আমরা এখানে কম্বাইন্ড ফুটিং করছি। ২ লেয়ার রড নিচে দেখানো হলো।
কম্বাইন্ড বেজ এ ২ লেয়ার রড দিতে হয়। নিচে বটম / নিচের লেয়ার র রড এর লেআউট দিয়া হলো।
উপরের লেয়ার র রড এর লেআউট নিচে দিয়া হলো।
সংক্ষেপে রড ছিমেন্ট বালি খুয়া র হিসাব দিয়া হলো। এখানে সব কিছু ৫ % বেশি দেখানো আছে।
৫ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 5 Storied Building foundation cost, 5 Tola barir foundation cost এর গুরুত্বপূর্ণ কিসু আইটেম এর খরচ দিয়া হলো
- প্রজেক্ট সেটআপ ৫০,০০০ টাকা
- মেক্যাডাম এ খরচ ২,৭৬,০০০ টাকা
- সিসি কাজ এর খরচ ৫৯,০০০ টাকা
- ফুটিং এর খরচ ৬,৫৬,০০০ টাকা
- শর্ট কলাম ৯৮,০০০ টাকা
- গ্রেড বিম ১৯৩,০০০ টাকা
- সেপটিক ট্যাঁক ১,০৪০০০ টাকা
- পানির ট্যাঁক ১,৪৩,০০০ টাকা
- লেবার খরচ ১,৯৩,৯৩০ টাকা
______________________________________
মোট ২২,২১,৪৪৮ টাকা
আমাদের ছাদ মাপ ছিল ১৭৬৩ বর্গ ফুট।
তাহলে প্রতি বর্গ ফুট এ খরচ হতে পারে = ২২,২১,৪৪৮ / ১৭৬৩ = ১২৬০ টাকা / প্রতি বর্গ ফুট।
মাটির লোড ক্যাপাসিটি যদি ভালো হয় তাহলে কম্বাইন্ড ফুটিং করা যায়।
আমরা এখানে যখন মাটি পরীক্ষা করেছি। ভালো রেজাল্ট পেয়েছি।
এখানে একটা বিষয় আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে বেজ, সেপটিক ট্যাঁক, পানির ট্যাঁক এবং এই গুলা করতে মেস্তরি খরচ কত হতে পারে সেটা ই আমার হিসাব করেছি।
পূর্নাঙ্গ বাড়ির নির্মাণ খরচ জানতে নিচের আর্টিকেল পড়তে পারেন।
তবে অনেক জায়গা পাইল লাগতে পারে।
৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ? একটা পাইল খরচ কত? 6 Storied Building foundation cost? Pile casting cost?
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ডিজাইন ভিডিও দেখুন