৫ শতক জমিতে ২ তলা বাড়ির ডিজাইন নকশা

৫ শতক জমিতে ২ তলা বাড়ি র ডিজাইন নকশা

৫ শতক জমিতে ২ তলা বাড়ি র ডিজাইন

৫ শতক জমিতে ২ তলা বাড়ি: দুই রুমের দুই ইউনিট বাড়ি দেখতে খুব সুন্দর। আমাদের কাজ গুলা দেখেন। আমরা দুই রুমের দুই ইউনিট অনেক গুলা বাড়ির ডিজাইন করছি।

 

আর্কিটেকচারাল প্লান:

এই বিল্ডিংটা দক্ষিণমুখী এইটা একটা দুই তলা বিল্ডিং প্রতিটা ফ্লোর 1524  স্কয়ার ফিট

। এই প্রজেক্টটা গোপালগঞ্জের টুংগীপাড়া থানায় হবে। মোহাম্মদ সেলিম নামক এক ভদ্রলোক তার বোনের জন্য এই বাড়ির প্লান আমার কাছ থেকে করিয়ে নিয়েছেন।

 

ভবন 42 ফিট 4 ইঞ্চি 32 ফিট 1 ইঞ্চি , 1524  স্কয়ার ফিট

 

নিচতলায়

 

নিচ তলাতে মালিক একাই থাকবেন স্থানে তিনটা বেডরুম করা হয়েছে। একটা রান্নাঘর আছে একটা পড়া রুম আছে দুইটা এটাস্ট বাথরুম আছে একটা কমন বাথরুম আছে একটা store-room আছে সামনে দুটো বারান্দা আছে।

৫ শতক জমিতে ২ তলা বাড়ি
৫ শতক জমিতে ২ তলা বাড়ি

প্রতিটা বেডরুমেই 12′-0″X13′-0″, রান্নাঘর 8 ফিট 6 ইঞ্চি, একটি পড়া রুম আছে 6′-7″X7′-0″

এটাস্ট বাথরুম 5′-0″X8′-0″, স্টোররুম 10′-5″X4′-7″ বড় একটা ড্রইং রুম আছে 20′-8″X11′-0″

 

দ্বিতীয় তলা

দোতালায় দুই রুমের ফ্ল্যাট একপাশে তিনটা বেডরুম; অন্য পাশে দুইটা বেড রুম দুই পাশেই একটা করে বাথরুম; একটা করে বারান্দা আছে।

৫ শতক জমিতে ২ তলা বাড়ি First Floor Plan
৫ শতক জমিতে ২ তলা বাড়ি First Floor Plan

এখানে একপাশে তিনটা বেডরুম, যার একটি মাপ হচ্ছে 12′-0″X13′-0″, একটা 13′-0″X13′-0″  অন্য বেডরুম 13′-0″X10′-5″

Structure Design consideration

wind load consideration as per BNBC 2017

case 1: All components, cladding, low rise building.
Enclosed Building
Type:  Residential Building
Soil Type: SC
Location: Gopalganj
Basic Wind Speed, V: 74.5 m/s
Exposure Category: B
Building Height, h (Above GL): 8.2m
Width perpendicular to the wind direction, B: 10.97m
Width Pararell to the wind direction, L: 13.04m
Framing Type: CMRF
Damping Ratio: 0.02
Gust Effect Factor: 0.85
Importance facotor,I: 1
Velocity Pressure,qz: 2.89

Earthquake consideration as per BNBC2017

Occupancy Category: I,II
Importance factor,I: 1
Seismic design category of building: See BNBC Table 6.2.18
Zone: 1
Zone coefficient: 0.12
Town: Gopalganj
Structural Type: Concrete moment-resisting frames
Seismic Force Resisting System: C. No Shear wall 5. Intermediate reinforced concrete moment frames
Response Reduction factor, R: 5

3D design বাড়ির সামনের অংশ ডিজাইন

ক্লায়েন্টের সাথে দীর্ঘ মিটিং করে তার সহযোগীয় সুন্দর একটা বাড়ির ডিজাইন দিতে পেরেছি। আমি প্রথমে বারান্দার উপরে একটু বাঁকা করে ফলস লাভ দিয়ে একটা মডেল দাঁড় করায় এরোপ্লেন কে দেখায় উনি বললেন যে একটু বাড়তি খরচ হবে অনুভবে দিলে কেমন হয় হচ্ছিল বারান্দা গ্রিল তার অনেক পছন্দ হয়েছে।  আশেপাশের যে পরিবেশ গুলো ডিজাইন করা হয়েছে এটাও তার অনেক পছন্দ হয়েছে।

 

এরপরে তার পরিবর্তনটা মাথায় রেখে আমি বারান্দা থেকে কল জেলাগুলোতে এগুলো বাদ দিয়ে ড্রপ ওয়াল করে মোটামুটি কালার কম ইউজ করে আমি তাকে আরেকটা  ছবি দেখাই।

 

এইবার তার দেখে তার প্রথম দেখায় তার আসল মনটা ভরে গেছে সে বলল যে আমি তো এরকমই খাচ্ছিলাম

 

আপনাদের যদি বাড়ির সামনের অংশ এরকম সুন্দর করে ডিজাইন করার প্রয়োজন তাহলে আমাদেরকে কল করতে পারেন

৫ শতক জমিতে ২ তলা বাড়ি র ইস্টিমেট বা নির্মাণ কাজের হিসাব

Cement (Bag) 20.9 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 0 Sand (F.M 1.2 Min.) (Cft) 39.3 Brick (Nos) 712.5 Rod 72.5 Grade (Kg)
Cement (Bag) 88.3 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 99.3 Sand (F.M 1.2 Min.) (Cft) 66.2 Brick (Nos) 2999 Rod 72.5 Grade (Kg)  937
Cement (Bag) 32 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 36 Sand (F.M 1.2 Min.) (Cft) 24 Brick (Nos) 1078 Rod 72.5 Grade (Kg)  390
Cement (Bag) 35 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 32 Sand (F.M 1.2 Min.) (Cft) 32 Brick (Nos) 1157 Rod 72.5 Grade (Kg)  1240
Cement (Bag) 58 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 0 Sand (F.M 1.2 Min.) (Cft) 108 Brick (Nos) 1940 Rod 72.5 Grade (Kg)  617
Cement (Bag) 35 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 39 Sand (F.M 1.2 Min.) (Cft) 26 Brick (Nos) 1162 Rod 72 Grade (Kg)  743
Cement (Bag) 21 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 24 Sand (F.M 1.2 Min.) (Cft) 16 Brick (Nos) 705 Rod 72.5 Grade (Kg)  260
Cement (Bag) 31 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 41 Sand (F.M 1.2 Min.) (Cft) 18 Brick (Nos) 1038 Rod 72.5 Grade (Kg)  2050
Cement (Bag) 139 Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 104 Sand (F.M 1.2 Min.) (Cft) 156 Brick (Nos) 4708 Rod 72.5 Grade (Kg)  1829
Cement (Bag) 45 Sand (F.M 1.2 Min.) (Cft) 214 Brick (Nos) 8456
Cement (Bag) 701
Sylhet Sand (F.M 2.50 Min.) (Cft) 373
Sand (F.M 1.2 Min.) (Cft) 1395
Brick (Nos) 28093
Stone (Cft) 0
Rod 72.5 Grade (Kg)  8759

৫ শতক জমিতে ২ তলা বাড়ি আরো অনেক রকম করে করা যায়।  ক্লায়েন্ট এই ভাবে পছন্দ করছেন। আপনার ও যদি এই রকম জমি থাকে তাহলে ও আমাদের সাথে যোগাযেগ করতে পারেন।

এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন

বাড়ির ভিডিও দেখুন।

আমাদের বাড়ির ভিডিও গুলা দেখতে পারেন।
Facebook
Twitter
Pinterest
LinkedIn

আমাদের কাজ সম্পৰ্কে কিছু কথা

আমরা বাড়ির ডিজাইন নকশা থেকে শুরু করে সকল কাজ করে থাকি। আমাদের কাজ গুলা দেখেন। আমাদের কোয়ালিটি যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত বাংলাদেশ ব্যাপি কাজ করে থাকি।

Social Media

আমাদের কোনো ভবনের প্ল্যান ডিজাইন যদি পছন্দ হয় খুব কম টাকায় নিতে পারবেন। কল করুন: 01711945113

Most Popular

On Key

Related Posts

চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
জমির হিসাব
জমির হিসাব
বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
3d house design
3d house design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
x
Scroll to Top

বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন

হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না

তাই আমরা অনলাইনে ই কাজ করি। 

আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।