৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট চার তলা বাড়ির নকশা ডিজাইন। ক্লায়েন্ট প্রথমে দুই রুমের অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিলেন ড্রইংরুম বড় রাখতে চেয়েছিলেন। পরে পারিবারিক ভাবে সিদ্ধান্ত হলো 3 রুমের অ্যাপার্টমেন্ট করবে। এবং রুমটা ছোট করে দিবে। আর নিজেদের জন্য যে ফ্লাট সেখানে সম্পূর্ণ দ্বিতীয় তলা চাচ্ছেন। ক্লায়েন্টরা অনেক ভাই বোন।
অনেকে বিদেশ থাকে। ঈদের সময় অনেকে এক জায়গায় হয়। পারিবারিক বন্ধনটা অনেক ভালো। কি জন্য দ্বিতীয় তলায় ৪বেডরুম রেখেছেন। এবং 3 কা বেড রুমের সাথে এটাচ বাথ রুম বারান্দা রেখেছেন। আর কমন রুম টা অনেক বড় রেখেছেন। যদিও চাইলে এখানে দেওয়াল দেওয়া সম্ভব।
ক্লাইন্ট এর নাম- মোঃ পলাশ (লালন বাবু)
,
ঠিকানাঃ গোপালগঞ্জ
প্রজেক্ট এর ঠিকানাঃ ২৯৭ আরামবাগ , থানা- গোপালগঞ্জ , জেলা: গোপালগঞ্জ
প্রজেক্ট এর ধরণঃ চার তলা আবাসিক ভবন
বিল্ডিং এরিয়াঃ গ্রাউন্ড ফ্লোর ১৯০৩ স্কয়ার ফুট।
খরচঃ আনুমানিক ১ কোটি ৩০ লক্ষ টাকা
৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট এর বিস্তারিত বর্ণনা
আর্কিটেকচারাল প্লান:
বিস্তারিত বিবরণঃ
গ্রাউন্ড ফ্লোর>>
ক্লায়েন্টের জমি অনেক বড়। তিনি এক পাশে বিল্ডিংটা করতে চাচ্ছেন। অন্নপ্রাশন সেমিপাকা ঘর আছে। যার দরুন পার্কিং তারিখের মধ্যে করতে চাচ্ছিলেন না। প্রথম দিকে তো শিবির্নিউজ দিয়েই তিনি এন্ট্রি করতে চান। অনেক বলার পরে আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি।
এখানে এন্ট্রি করলে ল্যান্ড লেবেলিং বেম করলে, ঢোকার জন্য নূন্যতম উচ্চতা কমে যাবে। তারপরে তিনি অবশেষে রাজি হলেন। বলেন যে সবখানে তো এভাবে করা। আমি বুঝাতে সক্ষম হলাম অন্যান্য জায়গাতে সঠিক হয় নাই।
তার যেহেতু পার্কিং করার জন্য পাশে অনেক জমি আছে। তাই শুধুমাত্র একটা রুম আমরা এখানে বাইক রাখার জন্য ছেড়ে দিয়েছি। এজন্য আমাদের নিচতলায় একটা ফ্ল্যাট তিন রুমের অন্য একটা ফ্ল্যাট দুই রুমের। রুমগুলা 12 ফিট বাই 12 ফিট।
২ ইউনিট; প্রতি ইউনিটে
১। ১ টি ড্রয়িং রুম
২। ১ টি ডাইনিং রুম
৩। ১ টি কিচেন রুম
৪। ২ টি বেড রুম
৫| ১ টি এটাস্ট টয়লেট
৬। ১ টি কমন টয়লেট
৭। ১ টি পার্কিং
৮। ১ টি সিড়ি
ফাস্ট ফ্লোর>>
ফার্স্ট ফ্লোর সম্পূর্ণ ক্লাইন্ট থাকবেন। পিছনের দিকটা দক্ষিণ দিকে তাই ওইদিকে বারান্দা রাখা হয়েছে আলো-বাতাস আসার জন্য। আবার সামনের দিকটা উত্তর দিতে হলেও বারান্দা রাখা হয়েছে কনসার্ট তাকে ডিজাইন করার জন্য।
২ ইউনিট; প্রতি ইউনিটে
১। ৩ টি বেড রুম
২। ১ টি বিশাল লিভিং রুম
৩। ২ টি এটাস্ট টয়লেট
৪। ২ টি বারান্ধা
সেকেন্ড থার্ড ফ্লোর>>
তিন তলা এবং চারতলায় আমাদের তিন রুমের দুটো ইউনিট করা আছে। আসলে ক্লায়েন্ট এখানে ঘর ভাড়া দিতে চান। ঘর ভাড়া আসলে ভালো চলে। রুম গুলোকে আমরা করেছি 12 ফিট বাই 12 ফুট।
এখানে,
বেডরুম তিনটা
ড্রইং ডাইনিং রুম একটি
বাথরুম দুইটা
বারান্দা তিনটা
রান্নাঘর একটা
এইরকম করে দুই ইউনিট।
রুমগুলোর মাপ হচ্ছে
বেডরুম ১২’-০” X ১২’-০”
বাথরুম ৮’-০” X ৪’-০”
বারান্দা ৮’-৬” X ৩’-৬”
রান্নাঘর ৬’-০” X ৬’-৬”
তিন ও চার তলা ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট
ঘর ভাড়া দিয়ার জন্য এখানে ভাল বেবস্থা করা হয়েছে। ৩ রুমের জন্য ২ টা বাথরুম করা হয়েছে। তাছাড়া সব দিক থেকে আলোবাতাস এর বেবস্থা করা হয়েছে।
রুফ ফ্লোর >>
ছাদে বসার জায়গা এবং সুন্দর বাগান করা হয়েছে। এ ছাড়া সোলার পেনেল বসানোর বেবস্থা ও রাখা হয়েছে।
3D Design House:
থ্রিডি ডিজাইন যখন আমরা করতে গিয়েছি প্লাইন চেয়েছিলেন’ যেন দেখতে সুন্দর হয়। আমরা গ্লাসের অনেকগুলো কালার কম্বিনেশন করে আমরা দেখিয়েছি। প্রথমে আমাদের মেইন গেট ছিল সিঁড়ির নিচে। যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন।
তারপরে ক্লায়েন্টকে বোঝাতে সক্ষম হলাম যে এটা ঠিক হচ্ছে না। এর পরে আমরা একটা রুম কে বাইক রাখার জন্য গ্যারেজ করেছি। আসলে ক্লায়েন্টের এখানে জমি আছে।
ক্লাইন্ট আমাদের প্রতিটা কাজই পছন্দ করেছেন। আমরাও খুশি। ফ্লাইং খুশি। আমাদের আরও বাড়ির কাজ গুলো দেখতে পারেন আশা করি পছন্দ হবে ভালো লাগবে
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন