৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ? একটা পাইল খরচ কত? 6 Storied Building foundation cost? Pile casting cost?
৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ? একটা পাইল খরচ কত? 6 Storied Building foundation cost? Pile casting cost?
ছাদের মাপ: ২৫০০ বর্গ ফিট।
পাইল বেস= ১৮ ইঞ্চি
পাইল লম্বা= ৬০ ফিট
মোট পাইল ৪৯ টি
৬ টি ১৬ মিলি রড এবং ৩০ ফিট স্পাইরাল রড ৮ মিলি ৪ ইঞ্চি করে গ্যাপ
৩০ ফিট ৮ ইঞ্চি করে
সিমেন্ট: ১১৪৩ ব্যাগ, দাম ৫৫০ টাকা প্রতি ব্যাগ হলে ৬২৮৬৪৪টাকা
সিলেট বালি: ১১৬৯ঘন ফিট, দাম ৬৫ টাকা প্রতি ঘন ফিট হলে ৭৫৯৮৩টাকা
লোকাল বালি:১১৬৯ ঘন ফিট, দাম৩৫ টাকা প্রতি ঘন ফিট হলে ৪০৯১৪টাকা
পাথর : ৪৬৭৬ঘন ফিট, দাম ২২০টাকা প্রতি ঘন ফিট হলে ১০,২৮,৬৯১ টাকা
রড: ১০৭১৯ কেজি, দাম ৯৫ টাকা প্রতি কেজি হলে ১০,১৮,২৭৪ টাকা
মোট মালামাল লেগেছে : ২৭,৯২,৫০৬ টাকার।
কন্ট্রাক্টর নিয়েছে ১০৫ টাকা করে প্রতি ফিট তাহলে ২৯৪০ ফিট = ৩,৮৭,৭০০ টাকা।
মোট ৩১,০১,২০৬ টাকা
তাহেল প্রতি পাইলে লাগলো = ৩১,০১,২০৬ /৪৯=৬৩২৯০ টাকা
তাহলে প্রতি বর্গ ফিট এ খরচ হলো ৩১,০১,২০৬ /২৫০০= ১২৪০টাকা।
৬ তলা র জন্য ১২৪০/৬=২০৭ টাকা।
এখানে একটা বিষয় আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে পাইল এবং এই গুলা করতে মেস্তরি খরচ কত হতে পারে সেটা ই আমার হিসাব করেছি।
পূর্নাঙ্গ বাড়ির নির্মাণ খরচ জানতে নিচের আর্টিকেল পড়তে পারেন।
৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচএই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন