Structure Design in Bangladesh
Structure Design in Bangladesh
Structure Design in Bangladesh: স্ট্রাকচার ডিজাইন করলে এবং ডিজাইন অনুসারে সঠিকভাবে রিপ্লেসমেন্ট করতে পারলে একটা বিল্ডিং এর সেফটি বেড়ে যায়। স্ট্রাকচারের সেফটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 ওরটা খুবই ভালো একটা যুগোপযোগী কোড। কোড মেনে বিল্ডিং করা উচিত।
দুঃখের বিষয় হলেও সত্য বাংলাদেশের অধিকাংশ বিল্ডিং কোড মেনে করা হয় না। কারণ করতে গেলে অনেক সময় লাগে। কোড মেনে করতে গেলে কোটা আগে জানতে হবে। যেকোনো জানে তার কাছ থেকে ইমপ্লিমেন্ট শিখতে হবে। কিন্তু অধিকাংশ ইঞ্জিনিয়ার সঠিক গাইডলাইন পায়না। কথা কিন্তু বাস্তব। এজন্য ভালো অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কাছে আসা উচিত।
কোড মেনে করলে ভূমিকম্প সহনীয় ডিজাইন করা যায়। ঘূর্ণিঝড় সহনীয় ডিজাইন করা যায়। একটা বিল্ডিংয়ে কোথায় কিভাবে করে ঘূর্ণিঝড় ইফেক্ট করে এইগুলো করে বিস্তারিত বর্ণনা করা আছে। কোন ফ্লোরে কত আনুভূমিক লোড কাজ করে এটা করে বলা আছে।
ঝড় আসলে একটা বিল্ডিং উল্টে পড়ে যাবে কি না এগুলো চেক করে বলা আছে। সফট স্টোরি হচ্ছে কিনা চেক করতে হয়।
ধরেন আপনি যদি ইঞ্জিনিয়ারকে ডিজাইন করতে টাকা দিতে না চান, তাহলে আপনার টাকা যাবে। রড বেশি প্রয়োগ করা হবে। কিন্তু জায়গামতো রড প্রয়োগ করা নাও হতে পারে। তাই উচিত আপনার সচেতন হওয়া।