NBconsultant, বাড়ির ডিজাইন অফিস, গোপালগঞ্জ Gopalganj, home design office at gopalganj
NBconsultant, বাড়ির ডিজাইন অফিস, গোপালগঞ্জ | Gopalganj
NBconsultant, বাড়ির ডিজাইন অফিস, গোপালগঞ্জ | Gopalganj : NBconsultant হচ্ছে বাড়ি বানানোর জন্য কনসালটেন্ট ফার্ম। গোপালগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত। শহর থেকে একটু পাশে। লাল মিয়া সিটি কলেজের পিছনে। নতুন জেলখানা পাশে।
ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার হওয়ার জন্য আমাদের বাড়ির ডিজাইন এর ফার্ম প্রতিষ্ঠা করা। গোপালগঞ্জ শহর ও এর আশপাশের শহর সুন্দর ও আকর্ষণীয় করার লক্ষে মানুষ কে সেবা দিয়া ই আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুসারে আমরা স্ট্রাকচার ডিজাইন প্রাক্টিস করি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হলে আমার একটা বাড়ির দিকে থাকে এটাই আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আমাদের টিম মেম্বারদের সকলের অভিজ্ঞতার 10 বছরের বেশি। প্রতিটি টিম মেম্বার গ্রাজুয়েশন করা।
home design office at gopalganj, our services”
বাড়ির ডিজাইন এর নকশা সমূহ র গুরুত্বপূর্ণ তালিকা :
- আর্কিটেকচারাল প্লান
- স্ট্রাকচার ডিজাইন
- কনক্রিট শক্তি ডিজাইন
- ইলেকট্রিক্যাল ডিজাইন
- প্লাম্বিং ডিজাইন
- বাড়ির সামনের দৃশ্য ডিজাইন
- এস্টিমেটিং
- প্রজেক্ট সুপারভাইজার
আর্কিটেকচারাল প্লান কি ?
জানালা দরজার ছিলের উচ্চতা থেকে কেটে ফেলে দেওয়ার পরে উপর থেকে যেটা দেখা যাবে তাই করছে প্লান বা নকশা। এই প্লান বা নকশা বাস্তবায়ন করার জন্য ভবণের 3D এলিভেশন ও ২D এলিভেশন, সেকশন সহ মাপ দিয়ে আরও অনেক নকশা করা লাগে। সবকিছু কে বলা হয় আর্কিটেকচারাল প্লান।
স্ট্রাকচার ডিজাইন কি?
ভবনের ধরন অনুসারে কোড অনুযায়ী আনুভূমিক ও উলম্ব লোড প্রয়োগ করে হিসাব করে বিভিন্ন ফাউন্ডেশন কলাম, বিম, শেয়ার ওয়াল, ছাদের যে ডিজাইন করা হয় একে বলা হয় স্ট্রাকচার ডিজাইন।
কনক্রিট শক্তি ডিজাইন
উচ্চশক্তিসম্পন্ন রড বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু কংক্রিট কিনতে পারা যায়না কংক্রিট বানাতে হয়। ACI কোড অনুসারে কংক্রিট ডিজাইন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ইলেকট্রিক্যাল ডিজাইন কি?
ইলেকট্রিক্যাল বিভিন্ন কম্পোনেন্ট এর লোড অনুসারে কোথায় কত আর এম তার প্রয়োজন এটা বের করা কে ই ইলেকট্রিক ডিজাইন বলে।
প্লাম্বিং ডিজাইন কি?
পানির লাইন থেকে যখন পানি আসে তখন যেন সবগুলো ট্যাবের সমান গতিতে থাকে এবং বাথরুমের লাইনগুলো জাম মুক্ত ভাবে ব্যবহার করা যায়। এজন্য যে ডিজাইন করা হয় একে বলা হয় প্লাম্বিং ডিজাইন
বাড়ির সামনের দৃশ্য ডিজাইন কি?
বাড়ির সামনের অংশ সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য আগে থেকে 3D ডিজাইন করা হয় একেই বাড়ির সামনের ডিজাইন বলে।
এস্টিমেটিং কি?
স্ট্রাকচার ডিজাইন করার পরে কোথায় কয় কেজি রড লাগবে, কোথায় কত ব্যাগ সিমেন্ট লাগবে, কোথায় কতটুকু ইট লাগবে,কোথায় কতটুকু টাইলস লাগবে এই সমস্ত বিস্তারিত হিসাব কে বলা হয় ইস্টিমেট।
আমাদের করা কিছু কাজ
Building planning consultant. Residential and commercial building Architecture Design, Structure Design, 3D design rendering, Animation works, Electrical design, Plumbing Design, and much more.
CONTACT US
- engineer@nbconsulant.com.bd
- Tel: 01711945113