3d house design খুবই গুরুত্বপূর্ণ, 3d design করা থাকলে বাড়ির সামনের অংশ দেখতে কেমন হবে সঠিক ধারণা পাওয়া যায় কোন রং হবে সেটা বোঝা যায়, বা কোন ধরনের ম্যাটেরিয়াল হবে সেটা জানা যায়, বাড়ি বানানোর আগেই তার লুকিং টা কেমন হবে এটা বোঝা যায়।
বিল্ডিং এর সামনের 3d house design ডিজাইন করার জন্য আজ ই যোগাযোগ করুন
আমাদের কাজ গুলা দেখুন। এখন যত কাজ দেখেন সব ই আমাদের করা। যদি এই রকম সুন্দর বিল্ডিং এর সামনের ডিজাইন সহ চার পাস্ সহ ছাদ এর ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
3d house design ফাইনাল ছবি আকারে বের করার জন্য আমরা vray ইঞ্জিন বেবহার করি। vray একটা রেন্ডার ইঞ্জিন, অনেকগুলো সফটওয়্যার এর সাথে এই প্লাগইনটি ভালো কাজ করে, খুব সুন্দর কাস্টমাইজ করা যায় একদম রিয়েল ইনভারমেন্ট ক্রিয়েট করা যায় ইনভারমেন্টাল ইফেক্ট দেওয়া যায়, ইনডাইরেক্ট ইলুমিনেশন করা যায়, গত 15 বছরে একা রাজত্ব করেছে , যদিও এখন কিছু রেন্ডারিং এসেছে যেগুলো ভালো কাজ করে.
তবে Vray সফটওয়ারের একটা প্লাগিন তাই মডেলিং সফট্ওয়ারে থেকে render ইঞ্জিন কাস্টমাইজ করা যায়, লাগ্লে যদি মডেলিং চেঞ্জ করতে হয় তাহলে করতে সুবিধা হয়।
আর যদি রুমেন বা আর্চিক্যাড অথবা আনরিয়েল ইঞ্জিণ ব্যবহার করা হয় তাহলে এখানে মডেলিং করতে আবার মডেলিংয়ের জন্য যে সফটওয়্যার টা ইউজ করা হয় এখানে এখানে আবার ব্যাকে আসতে হয়, আমার কাছে ভালো লাগে Vray. বর্তমানে 3d house design করার জন্য ব্যাপক হারে vray বেবহার করা হচ্ছে।
থ্রিডি ডিজাইন এর মধ্যে থ্রিডি হোম প্ল্যান টা খুব গুরুত্বপূর্ণ যারা ইন্টেরিয়র ডেকোরেশন ডিজাইন গুলো করতে চাননি তার জন্য থ্রিডি রুম প্লান করতে হয়, টুডে রুম প্লান অনেক লাইন একটু কম বোঝে।
কিন্তু থ্রি রুমে প্লান দেখান হয় তখন একটা মানুষের বুঝতে আর কিছুই বাকি থাকে না, অনেকে একটু টাকা বেশি খরচ করে তিন রুমের অ্যারেঞ্জমেন্ট করিয়ে নেয়, বাড়িতো আর প্রতিদিন বানাবেন না। 3d house design করে রুমের মধ্যে ছবি করেলে আপনি আপনার নকশার পরিপূর্ণ ধারণা পাবেন।
3d house design এর জন্য মডেল খুব গুরুত্বপূর্ণ। 3D House Design এ প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে 3D Modeling করা। মডেলিং টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি কেমন সে একটা বাড়ি যাচ্ছি এটা বোঝার জন্য মডেলিং টা খুবই গুরুত্বপূর্ণ আমি যদি বেশি মর্নিং করতে চাই আমি যদি মরে যাই এইজন্যেই মডেলিং করতে হয়, অনেক বিল্ডিং দেখা যায় প্রচুর মোল্ডিং করা
বিল্ডিং এর আউটলুক টা কেমন হবে এটা মল্লিকের উপরে অনেকটা ডিপেন্ড করে এরপরে এই মোল্ডিং কে মেটেরিয়াল ম্যাটেরিয়াল এপ্লাই করলে তাহলে জিনিসটা একজ্যাক্ট বোঝা যায়
আসলে অন্ডি বলে কিছু নাই, টুরি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, যখনই একটা প্ল্যান করা হয় যখন দৈর্ঘ্য আর পোস্ট দেওয়া হয় তখন একা হয়ে যাই টুর প্লান। যখন কোন প্লান এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে প্ল্যান করা হয় তখন সেটা হয়ে যায় থ্রিডি প্লান। 3d house design এখানে প্রতিটা পয়েন্ট এর মাপ দিয়ে ড্রইং করা লাগে তাও আবার তিনটা মাপ।
যখন একটা থ্রিডি ক্যামেরা মুভ করা হয়, ইচ্ছা করলে ক্যামেরা সব জায়গাতে এনিমেশন করে লাইভ থ্রিডি রুম দেখা যায়, এনিমেশন করলে একটা বাড়ির সম্পূর্ণ কনসেপ্ট আসলে ক্লিয়ার হয়ে যায়। 3d house design করে এনিমেশন করতে হয়।
আমাদের কোম্পানির কিছু কাজ এখানে উপলোড করা হয়েছে, বাকি গুলা খুব দ্রুত আপলোড করবো। আমারা মডেল করার জন্য 3ds Max ব্যবহার করি , এবং রেন্ডার করার জন্য Vray ব্যবহার করি। আমরা আগে গাছ গুলা ফোটোশপ এ করতাম। এখন আমরা মডেল করার সময় গাছ দিয়ে রেন্ডার করি,
রেডের হচ্ছে 3D কে ইমেজ বা ছবি আকারে Output করা।
3d house design এর মূল উদ্দেশ্য সামনের পাশের সুন্দর্য , যদিও সমান গুরুত্বপূর্ণ ভিতরের ইন্টেরিয়র। house front design খুব ই গুরুত্বপূর্ণ। front side কি টাইলস করলে ভালো হবে নাকি রং করলে ভালো হবে ?
একাধিক বার রং বা বিভিন্ন মেটেরিয়াল দিয়ে রেন্ডার করে দেখতে হবে। এটা আসলে trail & error , যদি পছন্দ না হয় তাহলে আবার পরিবর্তিত করে দিতে হবে। design টা আসলে বার বার পরিবর্তন করতে হয়।
তার পরে শেষ এ একটা সুন্দর house front design বের হয়।
আর সুন্দর একটা বাড়ির সামনের দৃশ ডিজাইন থাকলে ওই অনুসারে কাজ করা যায়।
একতলা বিল্ডিং এর ডিজাইন করলে একসময় ক্লাইন্টের বাজেট কম থাকে। আমাদের বাংলাদেশের পেক্ষাপটে একতলা বিল্ডিং এর জন্য থ্রিডি ডিজাইন খুবই কম করা হয়। তবে আমি বলব সুন্দর একটা আউটলুক যদি করে দেওয়া যায় একতলা বিল্ডিং কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে।
কোন কোন ক্রিটিকাল ড্রয়িং হইলে থ্রিডি ড্রয়িং নিতে পারলে ভালো হয়, তাহলে তাকে মেজারমেন্ট করা সুবিধা হয়, ড্রয়িং একবার করলে পরে যে যে পাশের মাপের গুরুত্বপূর্ণ মনে হয় ওই পাশের মাপ নেয়া যায়,
3d ডিজাইন যখন করা হয় তখন সামনের অংশ এত বেশি মোল্ডিং করা হয় যে, এই অংশগুলোর মাপ নেওয়া টা তখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ যদি না থাকে তাহলে মিস্ত্রিরা মাপ দেখে কাজ করতে পারবে। যেমন আমি প্রচুর মর্নিং বললাম কিন্তু একটা মাপও আমি এইখানে দিতে পারলাম না তাহলে যারা কাজ করবে তারা কি করে কাজ করবে তাদের কাদের জন্য 3d এলেভেশন ফোন করে এরপরে মাপ নেওয়া হয়, মাপ দিলে মিস্ত্রীরা কাজ করতে পারবে
থ্রিডি ডিজাইন করার মূল উদ্দেশ্যই হচ্ছে ফ্রন্ট এলেভেশন টা যেন সুন্দর হয় এখানে যদি কোন স্বাদ বাড়িয়ে দিয়ে হোক ড্রপ করে হোক ফোন করে হোক রং এর মধ্যে কোন বৈচিত্র এনে হোক বা অন্য কোন মেটেরিয়াল এখানে ব্যবহার করে হোক জিনিসটা দেখতে যেন সুন্দর হয় মূল উদ্দেশ্য একটাই যে আমার সৌন্দর্য আর আভিজাত্য যেন প্রকাশ পায়,
আমরা সারা বাংলাদেশব্যাপী অনলাইনে 3D Front Elevation করে থাকি, আমাদের কাজ গুলো দেখেন। আমাদের কাজের কোয়ালিটি দেখেন, আরো ভালো করে আমরা করতে পারি। কিছু কিছু কাজে লাইনের বাজেট কম। আমাদের কাজ গুলো দেখে যদি আপনার ভাল লাগে তাহলে আপনার কাজের বিস্তারিত বর্ণনা আমাদেরকে জানান। একটা from দিচ্ছি এই ফর্মে আপনার কাজের বিস্তারিত বর্ণনা আপনি এখানে লিখে দেন আমরা অতি দ্রুত সময় আপনার সাথে যোগাযোগ করব।
আপনার বাড়ির 3D design লাগলে নিচের ঘর এ আপনার প্রয়োজনীয় তথ্য দেন
Building planning consultant. Residential and commercial building Architecture Design, Structure Design, 3D design rendering, Animation works, Electrical design, Plumbing Design, and much more.
বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন
হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না
তাই আমরা অনলাইনে ই কাজ করি।
আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।