৪/ চার রুমের বাড়ির নকশা

বড় ফ্যামিলির জন্য ৪/ চার রুমের বাড়ির নকশা করা হয়। ৪/ চার রুমের বাড়ির নকশা করলে একটু খোলামেলা পরিবেশে  বসবাস করা যায়।  যাদের মা-বাবা আছে বাচ্চাকাচ্চা আছে অতিথি আসে এদের জন্য খুবই উপযোগী। ১৩০০ থেকে ২০০০ স্কয়ার ফিট এর মত লাগে চার রুমের নকশার জন্য।

চার রুমের বাড়ির নকশা

নিজেদের থাকার জন্য যেহেতু করবেন তাহলে নামাজের জায়গা রাখবেন।  বই পড়ার জায়গা করা যেতে পারে।  store-room করা যেতে পারে। কমন রুমগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস আসার ব্যবস্থা রাখা যেতে পারে।  বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটা বেডরুমে যেন পর্যাপ্ত আলো বাতাস আসে। এমনকি দিনের বেলায় বাথরুমে লাইট অন করতে না হয়।

চার রুমের মধ্যে এক রুম নিজেদের জন্য।  অন্য একটা রুম মা-বাবা ব্যবহার করতে পারে।  আর একটা রুম বাচ্চারা ব্যবহার করতে পারবে।  আর যদি অতিথি আসে তাহলে তারা অন্য একটা রুমে থাকলো।
চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা
৪ রুমের ১ তলা বাড়ির ডিজাইন নকশা ছবি
বাড়ির প্ল্যান , ৪ রুমের ১ তলা বাড়ির ডিজাইন নকশা ছবি
৫ শতক জমিতে ২ তলা বাড়ি
৫ শতক জমিতে ২ তলা বাড়ি
ফ্লোর প্লান: চার রুমের ডুপ্লেক্স বাড়ি
চার রুমের ডুপ্লেক্স বাড়ি
৭ শতক জমি ডুপ্লেক্স বাড়ি
৭ শতক জমি ডুপ্লেক্স বাড়ি
টিনের ঘরের ডিজাইন
টিনের ঘরের ডিজাইন
duplex-home-plan-new
duplex-home-plan-new
2 Story House Design 4 Bedroom 36 x- 36 feet with 3D ২ তলা বাড়ির-ডিজাইন-ও-ছবি ৩৬x৩৬ ফিট ৪ শতক জমি
2 Story House Design 4 Bedroom 36 x- 36 feet with 3D ২ তলা বাড়ির-ডিজাইন-ও-ছবি ৩৬x৩৬ ফিট ৪ শতক জমি
Duplex house design, রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, অনেক আধুনিক গর্সিয়াস
Duplex house design, রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, অনেক আধুনিক গর্সিয়াস
concreate-structure-design
concreate-structure-design

চার রুম হলে ডাইনিং টেবিল তাহলে আটজনের করতে হবে।  ড্রইংরুমে ও যেন আরজনের বেশি বসতে পারে সে ব্যবস্থা রাখতে হবে।  সম্ভব হলে তিনটা বাথরুম করা যেতে পারে। এবং একটা কমন বাথরুম করা যেতে পারে।  সম্ভব হলে প্রতিটা রুমের বারান্দা রাখা যেতে পারে।

 

প্রাকৃতিক আলো বাতাসের জন্য পর্যাপ্ত ওপেনিং  দরজা জানালা রাখতে হবে। রুম গুলো বড় বড় করে করলে ভালো হয় নুন্নতম  12’ x 14’  মাপে।

বাড়ির ডিজাইনের জন্য আজ ই যোগাযোগ করুন। আমাদের করা বাড়ির ভিডিও দেখুন 

চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা
বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও
তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
3d house design
3d house design
জমির হিসাব
জমির হিসাব
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
x
Scroll to Top

বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন

হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না

তাই আমরা অনলাইনে ই কাজ করি। 

আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।