বড় ফ্যামিলির জন্য ৪/ চার রুমের বাড়ির নকশা করা হয়। ৪/ চার রুমের বাড়ির নকশা করলে একটু খোলামেলা পরিবেশে বসবাস করা যায়। যাদের মা-বাবা আছে বাচ্চাকাচ্চা আছে অতিথি আসে এদের জন্য খুবই উপযোগী। ১৩০০ থেকে ২০০০ স্কয়ার ফিট এর মত লাগে চার রুমের নকশার জন্য।
চার রুমের বাড়ির নকশা
নিজেদের থাকার জন্য যেহেতু করবেন তাহলে নামাজের জায়গা রাখবেন। বই পড়ার জায়গা করা যেতে পারে। store-room করা যেতে পারে। কমন রুমগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস আসার ব্যবস্থা রাখা যেতে পারে। বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটা বেডরুমে যেন পর্যাপ্ত আলো বাতাস আসে। এমনকি দিনের বেলায় বাথরুমে লাইট অন করতে না হয়।
চার রুমের মধ্যে এক রুম নিজেদের জন্য। অন্য একটা রুম মা-বাবা ব্যবহার করতে পারে। আর একটা রুম বাচ্চারা ব্যবহার করতে পারবে। আর যদি অতিথি আসে তাহলে তারা অন্য একটা রুমে থাকলো।
চার রুম হলে ডাইনিং টেবিল তাহলে আটজনের করতে হবে। ড্রইংরুমে ও যেন আরজনের বেশি বসতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে তিনটা বাথরুম করা যেতে পারে। এবং একটা কমন বাথরুম করা যেতে পারে। সম্ভব হলে প্রতিটা রুমের বারান্দা রাখা যেতে পারে।
প্রাকৃতিক আলো বাতাসের জন্য পর্যাপ্ত ওপেনিং দরজা জানালা রাখতে হবে। রুম গুলো বড় বড় করে করলে ভালো হয় নুন্নতম 12’ x 14’ মাপে।