তিন রুমের বাড়ির নকশা, 3 Room House Design
তিন রুমের বাড়ির নকশা খুবই গুরুত্বপূর্ণ কারণ এক রুমে স্বামী স্ত্রী থাকে। অন্য রুমে বাচ্চারা থাকে। আর এক রুমে অতিথি আসলে থাকতে পারেন এজন্য যারা নিজেদের মতো করে থাকতে চাই এজন্য তিন রুমের বাড়ির নকশা খুবই গুরুত্বপূর্ণ। আর ঘর ভাড়া দিতে চান তাহলে দুই রুমের বাড়ির নকশা করা যায়।
তিন রুমের বাড়ির নকশা, 3 Room House Design
তিন রুমের বাড়ির নকশা করতে চাইলে 7 থেকে 9 শতক ন্যূনতম জমি হলে ভালো হয়। পাখির কিছু জমির নকশা করা ভালো তাহলে ঘরে আলো বাতাসের অভাব হয় না। জমি একটু বড় হলে কমন রুমে পর্যাপ্ত আলো বাতাসের প্রাকৃতিক ব্যবস্থা করা যায়।
৩ রুমের বাড়ির ভিডিও
যারা নিজেরা থাকতে চায় এরা ন্যূনতম তিন রুম করে থাকে। তবে আমি বলবো সাথে একটা স্টোর রুম রাখতে। বাতাসের পুরোটা যেন হয় ভালো হয়। নিজেদের মতো করে থাকতে চাইলে শীতকালের আলোটা খুব গুরুত্বপূর্ণ। এমনভাবে প্ল্যান করা যেতে পারে যে শীতকালে রুমে অথবা বারান্দায় রোদ আসতে পারে।
একটা কমন বারান্দা একটু বড় হলে ভালো হয়। তাহলে ফ্যামিলির সবাই বারান্দায় বসে গল্প করতে পারে।
৩ রুমের বাড়ির নকশা ছবি
তিন রুম দুই ইউনিট পাঁচ তলা
তিন রুম দুই ইউনিট চার তলা
তিন রুম দুই ইউনিট চার তলা
তিন রুম দুই ইউনিট চার তলা
বাড়ির নকশা যদি নিজেদের থাকার জন্য করা হয় তাহলে রুমের মাপ যেন ন্যূনতম 12 ‘x 12’ করা হয়। ৩ রুমের জন্য দুটো এটাস্ট বাথরুম আর একটা কমন বাথরুম করা যেতে পারে। অনেক মহিলা পর্দা করতে চাই তাহলে ড্রয়িংরুমের পাশে রান্নাঘরে না দিয়ে মাস্টার বেড রুমের পাশে রান্নাঘর দেওয়া যেতে পারে। আর যদি ঘর ভাড়া দিয়ে চায় তাহলে ড্রয়িং রুমের সাথে কিচেন রাখা যেতে পারে।
সম্ভব হলে মাস্টার বেড রুমে আগে ফার্নিচার গুলো কে সাজিয়ে তারপরে দিনের প্লান করা ভালো তাহলে পরবর্তীতে ফার্নিচার কষ্ট হয়না। কি কি ফার্নিচার কোন রুমে ব্যবহার করবেন আগে থেকে কি করে রাখেন। এজন্য ইন্টেরিয়র ডেকোরেশন করে নিলে অনেক ভালো হয়।
বাড়ির ডিজাইনের জন্য আজ ই যোগাযোগ করুন