দুই ইউনিট বাড়ির ডিজাইন এ সাধারণত মাঝখানে সিঁড়ি থাকে। দুই ইউনিট বাড়ির ডিজাইন পড়লে ঘর ভাড়া বেশি পাওয়া যায়, জমি লম্বা হলে মাঝখানে সিঁড়ি করলে দুই ইউনিট যেমন করা যায়, তেমনি পার্কিং এক ইউনিট করা যায়।
৬ শতক জমিতে দুই ইউনিটের বাড়ি করা যায় যদিও রুম গুলো একটু ছোট হয়, জমি যদি বর্গাকৃতির হয় তাহলে রুমের অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা হয়। যদিও বাঁকা জমিতে ও রুমের অ্যারেঞ্জমেন্ট করা যায়।
জমি লম্বা হলে সামনের অংশ একটাই উপায় আর একটা ইউনিটের রাস্তার বিপরীত দিকে চলে যায়। 6 থেকে 7 শতক জমির মধ্যে দুই রুমের ডিজাইন করলে, দুইটা বাথরুম দুইটা বারান্দা করা যায়। পাশে কিছু জমি থাকে।
পাশের জমি রাখা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ অধিকাংশ জায়গায় দেখা যায় জমির পাশে খালি জায়গা খুব কম থাকে। একদম ঠিক না। নিয়ম মেনে পাশে জায়গা রাখলে আলো-বাতাস অসুবিধা হয়,
রাস্তার সামনের অংশ যেহেতু একটা ফ্ল্যাট পায় তাহলে একটা ফ্ল্যাট এর সামনের অংশ সুন্দর ডিজাইন করলেই চলে। সাধারণত অল্প জমিতে অধিকাংশ জমির দুই ইউনিটের বাড়ি করতে চাই। তবে দুই ইউনিট বাড়ি করলে রুমগুলো একটু ছোট করে করলে খরচ অনুপাতে ঘর ভাড়া যেমন বেশি পাওয়া যায়। কেউ চাইলে নিজের ইউনিটে দুই রুমের মাঝে পার্টি দেয়াল না করে চার রুমের একটা ফ্ল্যাট করতে পারে।
আপনাদের যদি দুই ইউনিটের বাড়ির প্লান করা লাগে আমাদের কাজ গুলো দেখেন যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
Building planning consultant. Residential and commercial building Architecture Design, Structure Design, 3D design rendering, Animation works, Electrical design, Plumbing Design, and much more.
বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন
হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না
তাই আমরা অনলাইনে ই কাজ করি।
আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।