যখন একটা বাড়ির ভিডিও House Plan Video করা হয়, তখন আমরা চেষ্টা করি সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট দেওয়া একজন ক্লায়েন্টকে, জমির দৈর্ঘ্য প্রস্থ থাকে রাস্তার মাপ থাকে রাস্তার নাম থাকে রাস্তা কোন দিকে সেই দিকের নাম থাকে।
একটা বাড়ি যখন আমরা প্লান করি তখন তার দক্ষিণ দিক টা খুবই গুরুত্বপূর্ণ, দক্ষিণ দিকে যদি আলো বাতাস ঢুকে উত্তর দিক দিয়ে যেন বের হয়ে যেতে পারে সেই দিক বিশেষ খেয়াল রাখতে হয়,
সম্ভব হলে যদি এনিমেশন করি তাহলে আমরা এনিমেশনটা আমরা ভিডিওতে এড করে দেই। আমরা চিন্তা করি প্রাকৃতিক আলো-বাতাস যেন প্রতিটা ঘুমিয়ে পর্যাপ্ত পরিমাণে আসে, যদিও অনেক সময় সম্ভব হয়না ক্লান্তির জমি ছোট থাকে প্রাকৃতিক আলো-বাতাস আসার পথে রাখা যায় না তবে এগুলো তো আমরা ক্লায়েন্টকে বোঝায় বলে দেই.
প্লান করার সময় যারা জড়িত ছিল তাদের কথা স্মরণ করি, একটা প্লান একজন করা সম্ভব হয় না, এখানে অনেক কাজ আছে।
বাড়ির নকশা র সাথে যারা জড়িত থাকে:
–আর্কিটেক্ট
–সহকারি আর্কিটেক্ট
–সিভিল ইঞ্জিনিয়ার
– সরকারি সিভিল ইঞ্জিনিয়ার
– বড় প্রজেক্ট হলে জিওটেক ইঞ্জিনিয়ার থাকে
–ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে
–প্লাম্বিং ইঞ্জিনিয়ার থাকে
–গুরুত্বপূর্ণ প্রজেক্ট হলে ইন্টেরিয়র ডিজাইনার থাকে।
জমির অবস্থান ও জমির দিক এর উপর একটি ভিত্তি করে ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী বাড়ির নকশা করতে হয়,
আমাদের YouTube থেকে ঘুরে আসেন
যদি আপনার বাড়ির নকশার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন।
Building planning consultant. Residential and commercial building Architecture Design, Structure Design, 3D design rendering, Animation works, Electrical design, Plumbing Design, and much more.
বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন
হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না
তাই আমরা অনলাইনে ই কাজ করি।
আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।