বাড়ির ভিডিও House Plan Video দেখলে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়
যখন একটা বাড়ির ভিডিও House Plan Video করা হয়, তখন আমরা চেষ্টা করি সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট দেওয়া একজন ক্লায়েন্টকে, জমির দৈর্ঘ্য প্রস্থ থাকে রাস্তার মাপ থাকে রাস্তার নাম থাকে রাস্তা কোন দিকে সেই দিকের নাম থাকে।
বাড়ির ভিডিও করার সময় আমরা বাড়ির সামনের অংশ কেমন করেছি সেটার ছবি দেখাই
রুমের অ্যারেঞ্জমেন্ট গুলো দেখাই ,
অন্যান্য রুমের সাথে কমনরুমের কানেকশন গুলোকে আমরা কিভাবে করেছি সেটা দেখানোর চেষ্টা করি,
বাথরুম বারান্দা গুলোর অবস্থান,
প্রতিটা রুমের দরজা এবং জানালার অবস্থান,
দরজা কোন দিকে খুলেছে তার অবস্থান,
বাড়ির ভিডিও House Plan Video দেখুন
ডুপ্লেক্স বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
দুই রুমের বাড়ির নকশা
মসজিদ এর নকশা
একটা বাড়ি যখন আমরা প্লান করি তখন তার দক্ষিণ দিক টা খুবই গুরুত্বপূর্ণ, দক্ষিণ দিকে যদি আলো বাতাস ঢুকে উত্তর দিক দিয়ে যেন বের হয়ে যেতে পারে সেই দিক বিশেষ খেয়াল রাখতে হয়,
সম্ভব হলে যদি এনিমেশন করি তাহলে আমরা এনিমেশনটা আমরা ভিডিওতে এড করে দেই। আমরা চিন্তা করি প্রাকৃতিক আলো-বাতাস যেন প্রতিটা ঘুমিয়ে পর্যাপ্ত পরিমাণে আসে, যদিও অনেক সময় সম্ভব হয়না ক্লান্তির জমি ছোট থাকে প্রাকৃতিক আলো-বাতাস আসার পথে রাখা যায় না তবে এগুলো তো আমরা ক্লায়েন্টকে বোঝায় বলে দেই.
প্লান করার সময় যারা জড়িত ছিল তাদের কথা স্মরণ করি, একটা প্লান একজন করা সম্ভব হয় না, এখানে অনেক কাজ আছে।
বাড়ির নকশা করার টিম এর গুণীজন
বাড়ির নকশা র সাথে যারা জড়িত থাকে:
–আর্কিটেক্ট
–সহকারি আর্কিটেক্ট
–সিভিল ইঞ্জিনিয়ার
– সরকারি সিভিল ইঞ্জিনিয়ার
– বড় প্রজেক্ট হলে জিওটেক ইঞ্জিনিয়ার থাকে
–ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে
–প্লাম্বিং ইঞ্জিনিয়ার থাকে
–গুরুত্বপূর্ণ প্রজেক্ট হলে ইন্টেরিয়র ডিজাইনার থাকে।
জমির অবস্থান ও জমির দিক এর উপর একটি ভিত্তি করে ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী বাড়ির নকশা করতে হয়,