সুন্দর ও আকর্ষণীয়
বাড়ির ডিজাইন গোপালগঞ্জ
আপনি কি বাড়ির ডিজাইন গোপালগঞ্জ এর মধ্যে করতে চান?
আপনি যদি বাড়ির কাজে হাত দিতে চান তাহলে আমরা আপনাকে দিতে পারি সুন্দর ও আকর্ষণীয় বাড়ির প্ল্যান বা নকশা ডিজাইন
আপনার সারা জীবনের সাধনার বাড়ি আমাদের দিয়ে নকশা করিয়ে নিন।
আমার আপাকে দিবো সুন্দর ও আকর্ষণীয় বাড়ির প্ল্যান
চলমান কাজের কিছু অংশ
আর্কিটেকচার ডিজাইন
আর্কিটেকচার ডিজাইন: আপনার জায়গার পরিপূর্ণ ব্যবহার করার জন্য ও সুন্দর আকর্ষণীয় বিল্ডিং ভিতরের ও বাহিরে জন্য আর্কিটেকচার ডিজাইন খুব জরুরি।
স্ট্রাকচার ডিজাইন
স্ট্রাকচার ডিজাইন: ভবনের অনুভোমিক লোড ও নিজস্ব লোড সহ্য করে ভবনের টিকিযে রাখার জন্য স্ট্রাকচার ডিজাইন করা অতীব জরুরি।
ইলেক্ট্রিক্যাল ডিজাইন
ইলেক্ট্রিক্যাল ডিজাইন: ইলেক্ট্রিক্যাল লাইন থেকে যেন কোনো দুর্ঘটনা না থাকে, ও তার (cable) যেন লোড নিতে পারে সে জন্য ইলেক্ট্রিক্যাল ডিজাইন খুব জরুরি।
প্লাম্বিং ডিজাইন
প্লাম্বিং ডিজাইন: প্লাম্বিং লাইনে যেন কোনো লিকেজ না ঘটে তার জন্য সঠিক পাইপ ও তার পুরুত্ব জন্য প্লাম্বিং ডিজাইন জরুরি।
সয়েল টেস্ট
সয়েল টেস্ট: ফাউন্ডেশন এর ধরণের উপর ভিত্তি করে নিরাপদ সেটেলমেন্ট বের করে লোড ক্যাপাসিটি হিসাব করা। আর সাইট ক্লাস এর জন্য ১০০ফুট সয়েল টেস্ট জরুরি।
ডিজিটাল সার্ভে
ডিজিটাল সার্ভে: ডিজিটাল সার্ভে করলে জমির প্রকৃত আকার বুজা যায়। ও এঞ্জেল গুলা ও জানা যায়। বাঁকা জমি হলে ও অসুবিধা হয় না। তা ছাড়া কোথাও উঁচু নিচু থাকলে তা ও জানা যায়।
Learn Our Story
গোপালগঞ্জ এর মধ্যে সব থেকে ভালো বাড়ির নকশা ও স্ট্রাকচার ডিজাইন এর প্রতিষ্ঠান
আমরা শুধু বাড়ির ডিজাইন গোপালগঞ্জ এর মধ্যে ই করি না। সারা বাংলদেশ এ আমরা কাজ করেছি। আলহামদুল্লাহ অনেক গুলা জেলাতে আমরা কাজ করেছি। আরো কাজের কথা প্রতিদিন হচ্ছে। আল্লাহ চাইলে আপনার কাজ ও আমরা অনেক সুন্দর ভাবে করে দিবো।
বাড়ির নকশা গোপালগঞ্জ
বাড়ির নকশা গোপালগঞ্জ; পৌরসভার সেট ব্যাক মেনে বাড়ির নকশা করা হয়।
বাড়ির নকশা গোপালগঞ্জ; পৌরসভা এর মধ্যে প্ল্যান পাশ করতে যোগাযোগ করুন।
২০১৫ সাল থেকে আমরা কাজ করছি
আমরা ২০১৫ সাল থেকে সফলতার সাথে কাজ করছি। এর মধ্যে অনেক কাজ করেছি। বাড়ির ডিজাইন গোপালগঞ্জ র মধ্যে সব থেকে ভালো প্রতিষ্ঠান।
প্ল্যান করলে ভবিৎষ্যতে উপকার কি ?
একটা সময় শুধু রাজধানী বাসি ইঞ্জিনিয়ারিং নকশা নিয়ে কাজ করতো এখন গ্রাম পর্যায় নকশা নিয়ে মানুষ কাজ করছে। এখন তো ব্যাংক ঋণ নকশা ছাড়া দে না।
কেন ইমারতের নকশা করবেন ?
ভবনের কাজের আগে নকশা করলে যেমন দেখতে সূদনর হয় তেমন কাজের ভুল ও হয় না। তাছাড়া প্ল্যান পছন্দ করা যায়। লোড বের করে ডিজাইন করলে সঠিক ডিজাইন হয়।
প্রতিটি বাড়ির নকশা নতুন আইডিয়া
আমরা প্রতিটা বাড়ির যখন নকশা করি নতুন নতুন আইডিয়া দিয়ে করি। এতে করে একটা বাড়ির থেকে অন্য বাড়ি ইউনিক হয়
বাড়ির কাজে খরচরে হিসাব
একটা বাড়ির করতে কেমন খরচ হয় তার উত্তরে ক্লায়েন্ট কে সব থেকে প্রথমে ধারণা দিয়ার চেষ্টা করি। এতে করে ক্লায়েন্ট কাজের আগে বুজতে পারে। তার কি পরিমান খরচ হবে
প্ল্যান করার শুরু থেকে আমরা ক্লায়েন্ট কে দেখিয়ে নেই
একটা প্ল্যান যখন করা হয় শুরু থেকে প্রতিটা ধাপ ক্লায়েন্ট কে অবহিত করা হয়। সাধারণত প্রথম বার ক্লায়েন্ট এর নকশা ১০০% পছন্দ হয়না। তাই প্রতিটা ধাপে আমরা ক্লায়েন্ট এর রুচি আর চাওয়া টেকনিক্যালি পড়ার চেষ্টা করি
আমাদের উপর বিশ্বাস রাখুন
চারিদিকে যেমন অদক্ষ লোক কাজ করেছে আমরা চেষ্টা করি ক্লায়েন্ট কে সেরাটা দিয়ার। ভালো আর সঠিক একটা ডিজাইন একটা সম্পদ।
আপনার সঠিক সিদ্ধান্ত একটা সম্পদ
স্ট্রাকচার ডিজাইন গোপালগঞ্জ
স্ট্রাকচার ডিজাইন গোপালগঞ্জ; আসলে আমার দেখা অনেক ডিজাইন এ কমতি আছে। তাই ভালো মানের স্ট্রাকচার ডিজাইন গোপালগঞ্জ এর জন্য যোগাযোগ করুন। আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুসারে ডিজাইন করে থাকি।
আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুসারে বাতাসের লোড ও ভূমিকম্প লোড হিসাব করে থাকি তাছাড়া লোড কম্বিনেশন ও আমরা BNBC 2020 অনুসারে করে থাকি ।
আমাদের সাথে ই থাকুন
আমাদের কিছু কাজ
বাড়ির ডিজাইন গোপালগঞ্জ ও এর আসে পাশের কিছু জেলার বাড়ির নকশার কাজ
যে কাজ গুলা শেষ বার এখানে আপলোড করা হলো।
Duplex house design in village
Duplex house design in village This is the Duplex house design in village at Foridpur About this Building: Type: Duplex, Total 6 bedroom Ground Floor:
1 story house plan in Bangladesh
1 story house plan in Bangladesh 1 story house plan in Bangladesh **Single Story House Plans: Embracing Simplicity and Functionality** In the realm
সুন্দর ও নান্দনিক বাড়ি আপনার রুচি বহন করে।
আর মজবুত কাঠামো আপনাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এ যে ৭ টা প্রধান চেক আছে সব গুলা করে দিবো। আপনার ভবন হবে দুর্যোগ সহনীয়। আমাদের উপরে ভরসা রাখুন। থাগবেন না।
Engr. Md. Nuruzzaman
B.Sc. In Civil Engineer (MIEB 39461)