৪ শতক জমিতে ২ ইউনিট বাড়ি নকশা ছবি খরচ সহ
৪ শতক জমিতে ২ ইউনিট বাড়ি নকশা ছবি খরচ সহ
এখানে ছাদ এর মাপ ১৪৩২ বর্গফুট
এখানে ৩ তলা বাড়ি করা হয়েছে। জায়গা অনেক ছোট ছিল। আমরা অল্প জায়গার মধ্যে সুন্দর ও আকর্ষণীয় করার চেষ্টা করেছি। ৩ তলার একটা বাড়ির ডিজাইনের তিনটা ফ্লোরে প্ল্যান পরিবর্তন আছে। নিচ তলা এখানে দুই ইউনিট করা হয়েছে। এক পাশে এক রুমের এক ইউনিট আর অন্য পাশে দুই রুমের এক ইউনিট। দুই তলাতে তিন রুমের একটাই ইউনিট করা হয়েছে এবং সব থেকে যেটা বড় কথা দুই তলায় সামনে খোলা বারান্দা আছে।
ভবনটির ডিটেইলস :
নিচতলা : ২ টি ইউনিট।
১) দুইটি বেডরুম
২) একটি ডাইনিং রুম
৩) একটি লিভিং স্পেস
৪) একটি কিচেন
৫) ২টি বেলকনি
৬) একটি কমন এবং এটাস্ট বাথরুম।
∆ একটি গাড়ি পার্কিং
ফার্স্ট ফ্লোর : ১ টি ইউনিট।
১) ৩টি বেডরুম
২) একটি ডাইনিং রুম
৩) একটি লিভিং স্পেস
৪) একটি কিচেন
৫) তিনটি বেলকনি
৬) একটি কমন এবং ২ এটাস্ট বাথরুম।
সেকেন্ড ফ্লোর : ২ টি ইউনিট।
১) ২টি বেডরুম
২) একটি ডাইনিং রুম
৩) একটি লিভিং স্পেস
৪) একটি কিচেন
৫) ২টি বেলকনি
৬) একটি কমন এবং ২ এটাস্ট বাথরুম।
বাড়িটির কাজ অনেকটাই হয়ে গেছে , আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ডিজাইন এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ্।
পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন।
Engr. Md. Nuruzzaman (Bayazid)
মোবাইল : 01711 945 113 whats app/ imo
ফাউন্ডেশন করতে খরচ হয়েছে ১১ লক্ষ ৬২ হাজার টাকা।
ফাউন্ডেশন করার পরে একটা ফ্লোর কমপ্লিট করতে প্রায় 26 লক্ষ টাকা লেগেছে।
ছাদের উপরের কাজের জন্য আমরা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হিসাব করেছি।
তাহলে টোটাল কমপ্লিট করতে আমাদের খরচ হয়েছে ৯১ লক্ষ ৮৮ হাজার টাকা
সেই হিসাবে প্রতিটা ফ্লোর এক খরচ হয়েছে প্রায় ১৮০০ টাকার মত।
তবে বাস্তবতা হচ্ছে খরচ ১৮০০ থেকে ২১০০ অথবা ২২০০ টাকার মধ্যে পড়ে যায় এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্টেরিয়র কাজ করার ক্ষেত্রে আপনি কেমন ম্যাটেরিয়াল গুলো ইউজ করলেন তার উপর।
৪ শতক জমিতে ২ ইউনিট বাড়ি
এখানে একটা বিষয় আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে বেজ, সেপটিক ট্যাঁক, পানির ট্যাঁক এবং এই গুলা করতে মেস্তরি খরচ কত হতে পারে সেটা ই আমার হিসাব করেছি।
পূর্নাঙ্গ বাড়ির নির্মাণ খরচ জানতে নিচের আর্টিকেল পড়তে পারেন।
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন