৬১ X ৩৭ ফুট তিন রুম দুই ইউনিট চার তলা বাড়ির নকশা

৬১ X ৩৭ ফুট তিন রুম দুই ইউনিট চার তলা বাড়ির নকশা ডিজাইন

৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট চার তলা বাড়ির নকশা ডিজাইন। ক্লায়েন্ট প্রথমে দুই রুমের অ্যাপার্টমেন্ট করতে চেয়েছিলেন ড্রইংরুম বড় রাখতে চেয়েছিলেন। পরে পারিবারিক ভাবে সিদ্ধান্ত হলো 3 রুমের অ্যাপার্টমেন্ট করবে।  এবং রুমটা ছোট করে দিবে। আর নিজেদের জন্য যে ফ্লাট সেখানে সম্পূর্ণ দ্বিতীয় তলা চাচ্ছেন। ক্লায়েন্টরা অনেক ভাই বোন।

অনেকে বিদেশ থাকে। ঈদের সময় অনেকে এক জায়গায় হয়।  পারিবারিক বন্ধনটা অনেক ভালো। কি জন্য দ্বিতীয় তলায় ৪বেডরুম রেখেছেন।  এবং 3 কা বেড রুমের সাথে এটাচ বাথ রুম বারান্দা রেখেছেন।  আর কমন রুম টা অনেক বড় রেখেছেন।  যদিও চাইলে এখানে দেওয়াল দেওয়া সম্ভব।

ক্লাইন্ট এর নাম- মোঃ পলাশ (লালন বাবু)

,

ঠিকানাঃ গোপালগঞ্জ

প্রজেক্ট এর ঠিকানাঃ ২৯৭ আরামবাগ , থানা- গোপালগঞ্জ , জেলা: গোপালগঞ্জ

প্রজেক্ট এর ধরণঃ চার তলা আবাসিক ভবন

বিল্ডিং এরিয়াঃ গ্রাউন্ড ফ্লোর ১৯০৩ স্কয়ার ফুট।

খরচঃ আনুমানিক ১ কোটি ৩০ লক্ষ টাকা

৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট এর বিস্তারিত বর্ণনা

আর্কিটেকচারাল প্লান:

বিস্তারিত বিবরণঃ

♦গ্রাউন্ড ফ্লোর>>

ক্লায়েন্টের জমি অনেক বড়।  তিনি এক পাশে বিল্ডিংটা করতে চাচ্ছেন।  অন্নপ্রাশন সেমিপাকা ঘর আছে।  যার দরুন পার্কিং তারিখের মধ্যে করতে চাচ্ছিলেন না।  প্রথম দিকে তো শিবির্নিউজ দিয়েই তিনি এন্ট্রি করতে  চান।  অনেক বলার পরে আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছি।  

 

এখানে এন্ট্রি করলে ল্যান্ড লেবেলিং বেম করলে,  ঢোকার জন্য নূন্যতম উচ্চতা কমে যাবে।  তারপরে তিনি অবশেষে রাজি হলেন।  বলেন যে সবখানে তো এভাবে করা।  আমি বুঝাতে সক্ষম হলাম  অন্যান্য জায়গাতে সঠিক হয় নাই। 

নিচ তলা ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট
নিচ তলা ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট

তার যেহেতু পার্কিং করার জন্য পাশে অনেক জমি আছে।  তাই শুধুমাত্র  একটা রুম আমরা এখানে বাইক রাখার জন্য ছেড়ে দিয়েছি।  এজন্য আমাদের নিচতলায় একটা ফ্ল্যাট তিন রুমের অন্য একটা ফ্ল্যাট দুই রুমের।  রুমগুলা 12 ফিট বাই 12 ফিট।

 

২ ইউনিট; প্রতি ইউনিটে
১। ১ টি ড্রয়িং রুম
২। ১ টি ডাইনিং রুম
৩। ১ টি কিচেন রুম
৪। ২ টি বেড রুম
৫| ১ টি এটাস্ট টয়লেট
৬। ১ টি কমন টয়লেট
৭। ১ টি পার্কিং
৮। ১ টি সিড়ি

♦ফাস্ট ফ্লোর>>

ফার্স্ট ফ্লোর সম্পূর্ণ ক্লাইন্ট থাকবেন। পিছনের দিকটা দক্ষিণ দিকে তাই ওইদিকে বারান্দা রাখা হয়েছে আলো-বাতাস আসার জন্য।  আবার সামনের দিকটা উত্তর দিতে হলেও বারান্দা রাখা হয়েছে কনসার্ট তাকে ডিজাইন করার জন্য।

দ্বিতীয় তলা ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট
দ্বিতীয় তলা ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট

২ ইউনিট; প্রতি ইউনিটে
১। ৩ টি বেড রুম
২। ১ টি বিশাল লিভিং রুম
৩। ২ টি এটাস্ট টয়লেট
৪। ২ টি বারান্ধা

 

 

♦সেকেন্ড থার্ড ফ্লোর>>

তিন তলা এবং চারতলায় আমাদের তিন রুমের দুটো  ইউনিট করা আছে।  আসলে ক্লায়েন্ট এখানে ঘর ভাড়া দিতে চান।  ঘর ভাড়া আসলে ভালো চলে।  রুম গুলোকে আমরা করেছি 12 ফিট বাই 12 ফুট। 

এখানে,

বেডরুম তিনটা 

ড্রইং ডাইনিং রুম একটি 

বাথরুম দুইটা

বারান্দা তিনটা

রান্নাঘর একটা

এইরকম করে দুই ইউনিট। 

তিন ও চার তলা ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট

রুমগুলোর মাপ হচ্ছে

বেডরুম ১২’-০” X ১২’-০”

বাথরুম  ৮’-০” X ৪’-০”

বারান্দা   ৮’-৬” X ৩’-৬”

রান্নাঘর   ৬’-০” X ৬’-৬”

তিন ও চার তলা ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট

ঘর ভাড়া দিয়ার জন্য এখানে ভাল বেবস্থা করা হয়েছে। ৩ রুমের জন্য ২ টা বাথরুম করা হয়েছে। তাছাড়া সব দিক থেকে আলোবাতাস এর বেবস্থা করা হয়েছে।

♦রুফ ফ্লোর >>
ছাদে বসার জায়গা এবং সুন্দর বাগান করা হয়েছে। এ ছাড়া সোলার পেনেল বসানোর বেবস্থা ও রাখা হয়েছে।

3D Design House:

থ্রিডি ডিজাইন যখন আমরা করতে গিয়েছি প্লাইন চেয়েছিলেন’ যেন দেখতে সুন্দর হয়।  আমরা গ্লাসের অনেকগুলো কালার কম্বিনেশন করে আমরা দেখিয়েছি।  প্রথমে আমাদের মেইন গেট ছিল সিঁড়ির নিচে। যা আপনারা  ছবিতে দেখতে পাচ্ছেন।

বাড়ির সামনের ডিজাইন ছবি১

তারপরে ক্লায়েন্টকে বোঝাতে সক্ষম হলাম যে এটা ঠিক হচ্ছে না।  এর পরে  আমরা একটা রুম কে বাইক রাখার জন্য গ্যারেজ করেছি।  আসলে ক্লায়েন্টের এখানে  জমি আছে। 

সামনের ডিজাইন ছবি9

 ক্লাইন্ট আমাদের প্রতিটা কাজই পছন্দ করেছেন। আমরাও খুশি।  ফ্লাইং খুশি। আমাদের আরও বাড়ির কাজ গুলো দেখতে পারেন আশা করি পছন্দ হবে ভালো লাগবে

বাড়ির সামনের ডিজাইন ছবি6বাড়ির সামনের ডিজাইন ছবি2

 

 

 

 

এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন

বাড়ির ভিডিও দেখুন

Facebook
Twitter
Pinterest
LinkedIn

There are a total of 11 Users online now: 0 Members, 11 Guests and 0 Bots.

Most users ever online were 63, on 15/06/2025 @ 10:36 PM

11 Guests Online Now

#1 – Guest on 24/09/2025 @ 1:14 AM
বাড়ির ডিজাইন ও নকশা » ৬১x৪৩ ফুট তিন রুম দুই ইউনিট ৪ তলা বাড়ি সুন্দর নকশা গোপালগঞ্জ [url]

#2 – Guest on 24/09/2025 @ 1:14 AM
বাড়ির ডিজাইন ও নকশা » বাড়ির ডিজাইন শরীয়তপুর ৮.২৫ শতক জমিতে চার ইউনিট ৫ তলা 2025 [url]

#3 – Guest on 24/09/2025 @ 1:14 AM
বাড়ির ডিজাইন ও নকশা » PEng In Bangladesh – বাড়ির ডিজাইন ও নকশা [url]

#4 – Guest on 24/09/2025 @ 1:13 AM
বাড়ির ডিজাইন ও নকশা » আপনি কি দুই ইউনিট বাড়ির ডিজাইন করতে চান? – 2025 [url]

#5 – Guest on 24/09/2025 @ 1:13 AM
বাড়ির ডিজাইন ও নকশা » 6 Storied Building In Bd 3 Unites 2 Bed 2 Varanda [url]

#6 – Guest on 24/09/2025 @ 1:13 AM
বাড়ির ডিজাইন ও নকশা » ৫ তলা বাড়ির ডিজাইন খরচ – বাড়ির ডিজাইন ও নকশা 2025 [url]

#7 – Guest on 24/09/2025 @ 1:12 AM
বাড়ির ডিজাইন ও নকশা » ছোট ডুপ্লেক্স বাড়ির ডিজাইন গোপালগঞ্জ নকশা দক্ষিণ মুখী – 2025 [url]

#8 – Guest on 24/09/2025 @ 1:12 AM
বাড়ির ডিজাইন ও নকশা » জমির হিসাব জানা খুব দরকার। ১০০% ধারণা নিয়ে এক্সপার্ট হন 2025 [url] [referral]

#9 – Guest on 24/09/2025 @ 1:12 AM
বাড়ির ডিজাইন ও নকশা » বাড়ি নির্মাণ খরচ প্রতি বর্গফুট খরচ কত? Cost Estimate – 2025 [url] [referral]

#10 – Guest on 24/09/2025 @ 1:11 AM
বাড়ির ডিজাইন ও নকশা » বাড়ি নির্মাণ খরচ প্রতি বর্গফুট খরচ কত? Cost Estimate – 2025 [url] [referral]

#11 – Guest on 24/09/2025 @ 1:10 AM
বাড়ির ডিজাইন ও নকশা » বাড়ি নির্মাণ খরচ প্রতি বর্গফুট খরচ কত? Cost Estimate – 2025 [url] [referral]

আমাদের কাজ সম্পৰ্কে কিছু কথা

আমরা বাড়ির ডিজাইন নকশা থেকে শুরু করে সকল কাজ করে থাকি। আমাদের কাজ গুলা দেখেন। আমাদের কোয়ালিটি যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমস্ত বাংলাদেশ ব্যাপি কাজ করে থাকি।

Social Media

আমাদের কোনো ভবনের প্ল্যান ডিজাইন যদি পছন্দ হয় খুব কম টাকায় নিতে পারবেন। কল করুন: 01711945113

Most Popular

On Key

Related Posts

চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা
জমির হিসাব
জমির হিসাব
বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
3d house design
3d house design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
Scroll to Top

বাড়ির ডিজাইন করতে চাইলে এই ফ্রম পূরণ করুন

হা আমরা অনলাইন বাড়ির প্ল্যান ডিজাইন এর কাজ করি। যেহেতু আপনার এলাকায় আমাদের অফিস না

তাই আমরা অনলাইনে ই কাজ করি। 

আমরা প্রি পেইড এ কাজ করি। কাজ এর শুরুতে আমরা বায়না করার জন্য ২০% পেমেন্ট নিয়ে থাকি।