৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ 3 Storey Building foundation cost, 3 Tola barir foundation cost, ভিডিও সহ
৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ (3 Storey Building foundation cost) জানা খুব জরুরি। এই ৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ বের করার সময় রড সিমেন্ট এর দাম বাড়তি ছিল। রড এর দাম এখন ৭৫ টাকা করে কেজি।
কিছুদিন আগে ও ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ বের করার সময় ও রড এর দাম কম ছিল। এখন দাম বাড়তি আমরা বাড়তি দাম হিসাব করে করেছি। তাই এখানে খরচ বাড়তি আছে।
ফাউন্ডেশন এর বেজ এর আকার অনেক কিছুর উপর নির্ভর করে। মাটির লোড নিয়ার ক্ষমতা এর মোদ্ধে অন্যতম। এই প্রজেক্টে মাটির লোড অনুসারে বেজে এর মাপ দিয়া হয়েছে।
আপনার প্রজেক্ট এ মাটির লোড এর উপর নির্ভর করে বেজে এর আকার দিতে হবে।
মাটি পরীক্ষা করে মাটির লোড নিয়ার ক্ষমতা পরীক্ষা করা হয়।
আমাদের দেশে Load Bearing Capacity form SPT, এই অনুসারে লোড নিয়ার ক্ষমতা নির্ণয় করা হয়।
৫ শতক জমিতে তিন ইউনিট ৩ তলা বাড়ির ডিজাইন মাদারীপুর নকশা, Home Design at Madaripur
এখানে একটা বিষয় আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে বেজ, সেপটিক ট্যাঁক, পানির ট্যাঁক এবং এই গুলা করতে মেস্তরি খরচ কত হতে পারে সেটা ই আমার হিসাব করেছি।
পূর্নাঙ্গ বাড়ির নির্মাণ খরচ জানতে নিচের আর্টিকেল পড়তে পারেন।
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন